সরকার গঠন করতে মোট ১৫১ টি অাসন প্রয়োজন। মনে করুন অাওয়ামীলীগ ১৬০ টি অাসন
জিতলো। তাহলে অাওয়ামীলীগ সতন্ত্র বিজয়ী প্রার্থীর অাসন ছাড়াই সরকার গঠন করে
ফেলতে পারবে। এক্ষেত্রে সতন্ত্র প্রার্থী অাওয়ামীলীগে যোগদান করলেও সে
সরকার গঠনে কোন ভূমিকা রাখবে না। অাবার মনে করুন, আওয়ামীলীগ ১৫০ টি অাসন
জিতলো। কিন্তু সরকার গঠন করতে ১৫১ টি অাসন প্রয়োজন। এখন যদি সতন্ত্র বিজয়ী
প্রার্থী আওয়ামীলীগে যোগ দেন,তাহলে অাওয়ামীলীগের মোট অাসন হবে ১৫১ টি এবং
আওয়ামীলীগ সরকার গঠন করতে পারবে। এক্ষেত্রে সতন্ত্র বিজয়ী প্রার্থী সরকার
গঠনে ভূমিকা রাখবে।
Home »
সাধারণ
» জাতীয় নির্বাচনের সময় কোনো আসনে যদি আওয়ামীলীগ এর স্বতন্ত্র প্রার্থী জয়ী হয় তাহলে সরকার গঠনের সময় সেই আসন কোন দলের পক্ষে বিবেচিত হবে?