"বঙ্গবন্ধু সুরক্ষা বীমা" ১০০ টাকার বীমায় দুই লাখ টাকা ক্ষতিপূরণ | সাধারণ বিমা Bangabandhu Insurance
১০০ টাকার প্রিমিয়াম নিয়ে ২ লাখ টাকার বিমার অংক ধরে প্রস্তাবনা দেয়া
হয়েছে। কেউ এই বিমা সেবা গ্রহণ করে মৃত্যুবরণ করলে তার ক্ষতিপূরণ হবে
সর্বোচ্চ ২ লাখ টাকা। বিমাকারী কোনো দুর্ঘটনায় আক্রান্ত হয়ে অঙ্গহানি হলেও
এর ক্ষতিপূরণ পাবেন। একটি অঙ্গহানি হলে ৫০ হাজার টাকা আর দুটি অঙ্গহানি হলে
১ লাখ টাকা ক্ষতিপূরণ পাওয়া যাবে।