যৌন প্রজননের ব্যাপারে পুরুষের মাঝে বহুল প্রচলিত যত ভুল ধারণা

off-lineযৌন প্রজননের ব্যাপারে পুরুষেরমাঝে বহুলপ্রচলিত যত ভুল ধারণাআমাদের সমাজে খুব ভুলএকটা ধারণা এইযে সন্তান জন্ম দেওয়া, প্রজনন ও এই সংক্রান্ত সকল ব্যাপারের দায়িত্বহলো নারীর, পুরুষের নয়। ফলে খুবস্বাভাবিকভাবেই অবহেলিতহচ্ছে পুরুষেরপ্রজনন স্বাস্থ্য। কোনো দম্পতির সন্তাননা থাকলে, এমনকি ছেলে সন্তান না থাকলেওসম্পূর্ণরূপে মেয়েটিকে দোষারোপকরা হয়,অথচ সমস্যা পুরুষএবং নারী যে কারোইথাকতে পারে! একেবারেই সাধারণ এসবব্যাপারে শুধু পুরুষ নন, বরং সবারইজেনে রাখা উচিৎ। কেননা এইসব ভুলগুলো নিরীহ নয় মোটেই। বরং সব ভুলধারণা লালন করার জন্য একজন পুরুষপড়তে পারেন নানান রকম সমস্যায়। আসুনদেখে নেওয়া যাক যৌন প্রজনন,অর্থাৎসন্তান ধারণ এবং জন্মদানেরব্যাপারে আমাদের কী কী ভুলধারণা রয়েছে এবং এসবের পেছনে সত্যটা কী?নারীদের মতো পুরুষের মাঝেও এমনএকটা ধারণা রয়েছে যে প্রতিদিনশারীরিকভাবে মিলিত হলে তারসঙ্গিনীরগর্ভধারনের সম্ভাবনা বাড়বে। এ ব্যাপারটি আসলে কুসংস্কারছাড়া কিছুইনয়। গবেষণায় দেখা গেছে, প্রতিদিনমিলিত হওয়া এবং একদিন পর পরমিলিতহওয়া দম্পতিদের মাঝে গর্ভধারণের মাত্রা একই রকম। এব্যাপারটি পুরোটাইনির্ভর করে নারী এবং পুরুষ কোনসময়ে উর্বর এবং সঠিকসময়ে তারা মিলিতহচ্ছে কিনা- তার ওপরে। কিছু বিশেষ সময়ে পুরুষের শুক্রাণুরপরিমাণবেশি থাকে। শীতকালে শুক্রানুরপরিমাণবেশি থাকে, গ্রীষ্মে থাকে কম।সকাল বেলায় এই শুক্রাণু পরিমাণ বা স্পার্মকাউন্ট থাকে সবচাইতে বেশি।এগুলোওভীষণ একটি ভুল ধারণা!মিলিত হবারসময়ে অনেকে লুব্রিক্যান্ট ব্যবহার করেন। অনেকেরধারণা এতে গর্ভধারণেরসম্ভাবনা বেড়ে যায়। এটা ভুলধারণা।বরং এতে থাকতে পারে এমন সবউপাদান যাতে শুক্রাণুরকর্মক্ষমতা কমে যেতে পারে।বাইসাইকেল ব্যবহারের ফলে পুরুষেরপ্রজননতন্ত্রের ওপরে কোনও প্রভাবপড়ে কি? বাইসাইকেলেরসিটে আধাঘণ্টার বেশি বসে থাকলে (এবং এসময়ে টাইটবাইক শর্টস পরে থাকলে) জননাঙ্গেরতাপমাত্রা বৃদ্ধি পায় এবং শুক্রাণুরউৎপাদনকিছু সময়ের জন্য কমে যায়। দোষটা সাইক্লিং করার নয়বরং তাপমাত্রা বাড়ার। একারণে একটানা সাইক্লিং না করে একটুবিশ্রাম নেওয়া উচিৎ আরসাইকেলের সিটহওয়া উচিৎ বেশ চওড়া যাতে শরীরের ভারনিতম্বের ওপর পড়ে।পুরুষের শরীরের ওজন অনেকসময়ে শুক্রাণুরউৎপাদনকে প্রভাবিত করে থাকে।অতিরিক্ত বেশি ওজনের ফলে যেমন শুক্রাণুরউৎপাদন ব্যহত হয়, তেমনি ওজন বেশি কমহলেও শুক্রাণুর উৎপাদন ব্যহত হয়।স্বাভাবিকওজনের মানুষের স্পার্ম কাউন্টঅন্যদের চাইতে ২০ থেকে ২৫ গুণবেশি হতে দেখা যায়।লাইক ও শেয়ার করুন৷

Total Pageviews