পোলাপানের নুনুর কি অভাব আছে দেশে?

আমার একটা ভয়ানক অশ্লীল ব্যাধি হয়েছে।আমার ডানচোখ লাল হয়ে ফুলে গেছে, সামান্য ব্যথা আছে। লোকে বলে, এইঅসুখের নাম ''অঞ্জলি''।এখন প্রশ্ন হচ্ছে- চোখের অসুখ কেন অশ্লীল হবে?সেই ব্যাখায় আসি। ছোটোবেলা থেকে শুনে আসছি ''অঞ্জলি'' খুবই ভয়াবহ অসুখ। কিন্তু এর চিকিৎসা খুবই সহজ। চোখে একটা বিশেষ জিনিসের স্পর্শ লাগালে এইঅসুখ ভালো হয়ে যায়। সেই বিশেষ জিনিসটি হলো, কোনো বাচ্চা ছেলের ''বিশেষ কোমল যন্ত্র'' চোখে একবার ছুইয়েদিলেই, এই অসুখের নিরাময় ঘটে।।এই চিকিৎসা পদ্ধতির কোনো বৈজ্ঞানিক ব্যাখা আছে কিনা আমি জানি না। তবে ছোটোবেলা থেকেই এটা শুনে আসছি। এবং আজও শুনছি।আমি যখন ছোট- তখন একবার আমার মামার চোখে অঞ্জলি উঠলো। সবাই আমার প্যান্ট খুলে আমার ওই বস্তু বের করে মামার চোখে লাগিয়ে দিলো। সবার সামনে প্যান্ট খোলার শোকেই হোক কিংবালজ্জা-অভিমান অথবা ভয়েই হোক, আমি মামার চোখের উপর হিসু করে দিয়েছিলাম।মামার অঞ্জলি ভালো হয়েছিলো ঠিকই, কিন্তু চোখে হিসু করার কারণে তাকে তাকে হাসপাতালে গিয়ে চোখ ওয়াশ করতে হয়েছিলো।এছাড়াও তার গালে ইনফেকশন হয়েছিলো। সেই মামা আজও আমাকে বিশেষ পছন্দ করেন না। আমাকে তিনি মিত্রশক্তি নয়, ''মূত্রশক্তি'' ভাবেন। আজ ফার্মেসিতে গিয়ে চোখের ড্রপ কিনলাম। টাকা দিয়ে বের হয়ে আসছি এমন সময় দোকানদার বলল, সমস্যা কি আপনার চোখের?আমি বললাম, জ্বি।তিনি আমার চোখ দেখে বললেন, ও এই সমস্যা!!! এটা তো অঞ্জলি। ড্রপার দিয়ে কাজ হবে না। পোলাপানের নুনু চোখে লাগান, ঠিক হয়ে যাবে। ঘরে বাচ্চা কোনো ছেলে আছে?আমি লাজলজ্জার মাথা খেয়ে বললাম, না। ওষুধের দোকানদার খুবই আন্তরিক গলায় বললেন, তাইলে তো মহা সমস্যা। দাঁড়ান দেখি কি করা যায়? আমার এক ভাইগ্না আছে। কাছেই বাসা। দেখি ও বাসায় আছে কিনা। থাকলে ডাইকা নিয়া আসি।এই কথা বলে তিনি মোবাইল বের করলেন। খুব সম্ভবত ভাগ্নেও ডেকে নিয়ে আসবেন এবং তারপর ...আমি ভয়ের চোটে বললাম, ভাই, লাগবে না।উনি বললেন, লাগবে না মানে? মানুষের বিপদে আগায় না আসলে কীসের মানুষ। আপনি খাঁড়ান ... আমি দেখতাছি ... পোলাপানের নুনুর কি অভাব আছে দেশে?

Total Pageviews