শোবার অবস্থানের উপর নির্ভর করে দাম্পত্য সুখ !

গসিপ ডেস্ক : শুনতে অবাক লাগছে? কিন্তু না, কথাটা আমরা বলছি না। বলছেন গবেষকরা। এই প্রথমবারের মত বিজ্ঞানীরা গবেষনা করে দেখেছেন স্বামী ও স্ত্রীর ঘুমের সময় শোবার অবস্থানের উপর নির্ভর করে তাদের ব্যক্তিত্ব এবং দাম্পত্য সুখ। দাম্পত্য সুখ বাড়াতে চাইলে আসুন দেখেনেই গবেষকরা কী বলছেন!ইউনিভার্সিটি অব হার্টফোর্ড শায়ারের সাইকোলজিষ্ট অধ্যাপক রিচার্ড ওয়াইসম্যানের তত্বাবধানে সংগঠিত এই গবেষণায় ১০০০ ব্যক্তি তাদের ঘুমের সময়ে পছন্দনীয় শোবার অবস্থান বর্ণনা করেছেন এবং সেইসকল বর্ননার ভিত্তিতে তাদের ব্যক্তিত্ব এবং দাম্পত্য সম্পর্কের বৈশিষ্ট্য নিরূপন করা হয়েছে। গবেষণায় দেখা গেছে ৪২% স্বামী-স্ত্রী একে অপরের দিকে পেছন ফিরে ঘুমান, ৩১% স্বামী-স্ত্রী একই দিকে মুখ করে ঘুমান এবং মাত্র ৪% স্বামী-স্ত্রী একে অপরের দিকে মুখ করে ঘুমিয়ে থাকেন। তাছাড়া আরও দেখা গেছে ১২% স্বামী-স্ত্রী ঘুমায় এক ইঞ্চির কম দূরত্বে শুয়ে এবং ২% স্বামী-স্ত্রী ৩০ ইঞ্চির বেশি দূরত্বে শুয়ে ঘুমায়

Total Pageviews