যে ৭টি কাজ করার আগে বিয়ে করা মোটেও উচিত নয়

জন্ম ও মৃত্যুকে বাদ দিলে আমাদেরমানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণবিষয়টি হচ্ছে বিয়ে।ww.jpgআজকালডিভোর্সের হার আশঙ্কাজনক জনকহারে বেড়ে গেলেওবিয়ে আসলে এমন কোন বিষয় নয়যে চাইলেই ভেঙে ফেলা সম্ভব।বরং একটি বিয়ে ভাঙা বিয়ে করারচাইতেও অনেক বেশি কঠিনএকটি কাজ। আর তাই, বিয়ে করারআগে চতুর্দিকে সবকিছু ভালমতভেবেচিন্তে তবেই করা উচিত।মনে রাখবেন, বিয়ের ক্ষেত্রে সময়খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিকসময়ে বিয়ে করলে আপনারজীবনটি যেমন হয়ে উঠবে আরও সুন্দর,ঠিক একইভাবে ভুলসময়ে বিয়ে ডেকে আনবে সর্বনাশ।আজ জেনে নিন, জীবনে কোনকাজগুলো করারআগে বিয়ে করাটা একেবারেইউচিত হবে না।১) অতীতের সাথে সম্পর্কপুরোপুরি ছেদ করার আগেঅতীত সকলেরই আছে। কিন্তু অতীতসম্পর্কের সকল চিহ্ন নিজের জীবন ও মনথেকে না মুছে বিয়ে করতে যাওয়াটাবোকামি। বিয়ে করলে ভুলে যাব- এইধরণের মনোভাব রাখাটাও ঠিক নয়আসলে।২) কারো চাপে নয়, একদম নিজেরইচ্ছা মানসিকভাবে প্রস্তুত হবারআগেআমাদের সমাজে বিয়ে করার জন্যএকটা পারিবারিক চাপ দেয়া হয় সবসময়েই। অনেক ক্ষেত্রে তো রীতিমতইমোশনাল ব্ল্যাক মেইল করা হয়।এমনকি প্রেমিক-প্রেমিকারাও চাপপ্রয়োগ করেন বিয়ে করার জন্য।তবে পরিস্থিতি যাই হোক না কেন,বিয়ে তখনই করবেন যখন আপনার মনবলবে।৩) লেখাপড়া শেষ না করেলেখাপড়া শেষ না করে বিয়ে করারকথা ভাববেনও না আজকালকারআধুনিক জীবনে। পরিণত বয়সের জন্যঅপেক্ষা করুন।৪) আর্থিক ভাবে স্বাবলম্বী হবারআগেআপনি নারী হোন বা পুরুষ, বিয়েরআগে নিজের ক্যারিয়ারটা অবশ্যইগড়ে নেবেন। এতে জীবনটা অনেকবেশি সুন্দর হবে।৫) প্রেমেরসম্পর্কে মানুষটিকে ভালো মতজেনে-বুঝে নেয়ার আগেপ্রেম করছেন? খুব ভালো কথা, করুন।তবে মানুষটিকে একদমভালো করে জেনে ও বুঝে ওঠারআগে বিয়ের সিদ্ধান্ত নেবেননা মোটেও।৬) পরিবার সম্পর্কে খুবভালো করে খোঁজ খবর না নিয়েবিয়ে প্রেমের হোকবা পারিবারিক, পরিবার ওপরিবারের মানুষদের সম্পর্কে খুবভালোমত খোঁজ নিন।৭) সংসারের জন্য যথেষ্ট সঞ্চয়না করেনতুন জীবন গড়তে গেলে অর্থেরপ্রয়োজন অবশ্যই আছে। এবং সেটা বেশভারী একটা অংক। আর তাই, পর্যাপ্তপরিমাণ সঞ্চয়না করে বিয়ে করতে যাবেন না।

Total Pageviews