UpWork কি ? UpWork এ কিভাবে কাজ করতে হয় ? UpWork এ কি কি কাজ পাওয়া যায়?UpWork এর কোন কাজের উপর ট্রেনিং নিব বা কোন কাজ শিখলে UpWork এর জন্য ভাল হবে ?

প্রশ্নঃ UpWork কি ? UpWork এ কিভাবে কাজ করতেহয় ? UpWork এ কি কি কাজ পাওয়া যায় ?UpWork এর কোনকাজের উপর ট্রেনিং নিব বা কোন কাজ শিখলে UpWork এরজন্য ভাল হবে ?উত্তরঃ UpWork কিঃ UpWork হল একটি ওয়েব সাইট যেখানেভিবিন্ন ক্যাটাগরির কাজ কে সাজিয়ে রেখেছে, আর সেখানে২ধরনের ব্যাক্তি রেজিস্ট্রেশন করে থাকে।১। ক্লায়েন্ট যে কাজ দিবে ২। কনট্রাক্টর যে কাজ করবেবিস্তারিতঃ১। ফিক্সড প্রাইস কাজঃ একটা কাজের জন্য নির্দিষ্ট প্রাইসউদাহরণঃ একটি লোগো দরকার এবং এর জন্যআমি $40 দিব,২। আওয়ারলি কাজঃ একটা কাজের জন্য নির্দিষ্ট টাইম দেয় এবংসেই টাইম এর মধ্যে কাজ শেষ করতে হবেউদাহরণঃ একটি লোগো দরকার এবং এর জন্যক্লায়েন্ট ৫ ঘণ্টাসময় দিব এর মধ্যে আপনাকে করে দিতে হবে, আর প্রতি ঘণ্টায়ক্লায়েন্ট $৮ করে দিব২। কনট্রাক্টরঃ যে কাজ করতে ইচ্ছুক এবং কাজের বিনিয়মেপারিশ্রমিক নিবে, তবে সে ক্ষেত্রে তার দক্ষতা এবং অভিজ্ঞতাথাকতে হবে সেই কাজের উপর যা UpWork এ ভিবিন্ন ক্যাটাগরিরতে সাজিয়ে রেখেছে, এবং তার অভিজ্ঞতা, দক্ষতা অনুযায়ীUpWork এ একটি প্রোফাইল করতে হবে, UpWork এর নিয়মঅনুযায়ী প্রোফাইলটি ১০০% করতে হবে, তারপরে উপড়েক্লায়েট এর পোষ্ট করা কাজে এপ্লায় করতে হবে ফিক্সডপ্রাইস অথবা আওয়ারলি, তবে এপ্লায় করার পূর্বে অবশ্যই দেখেনিতে হবে ক্লায়েন্ট এর প্রোফাইল, যেমনঃ ক্লায়েন্ট এরপেমেন্ট সিস্টেম ভেরিফাই করেছে কিনা, কত জন কেআগে কাজ দিয়েছে, কত ডলার খরচ করেছে, অন্যদের কেঘণ্টায় কত ডলার করে দিচ্ছে এবং অন্যান্য কনট্রাক্টর দেয়া তারফিডব্যাক স্কুর , যদি সব কিছুই ভাল তাহলে কাজে এপ্লায় করতেকোন বাঁধা নেই তবে একটা জব এ ১০০ জন ও এপ্লায় করতেপারে, সেক্ষেত্রে ক্লায়েন্ট যাকে পছন্দ করবে তাকেইকাজ দিবে কিন্তু ১০০ জনের মধ্যে আপানকে কেন কাজ দিবে ?তাহলে প্রোফাইল অনেক ভাল করে সাজাতে হবে এবং এপ্লায়করার সময় ক্লায়েন্ট যা চাচ্ছে তা যেনপরিপুর্ন থাকে, ধরে নিলামআপনি কাজ টি পেয়েছেন, তাহলে আপনি আপনার সর্বচ্চ চেষ্টাকরবেন কাজ সাকসেসফুল হওয়ার, ধরে নিলাম কাজ সাকসেসফুল এবংপ্রথম পেমেন্ট পেলেনএর জন্য আপানকে UpWork এরনিয়ম অনুযায়ী কিছু দিন অপেক্ষা করার পড় আপনার একাউণ্টপেমেন্ট আসবে ঠিক তখন ই আপনি পেমেন্টউটাতেপারবেন মাধ্যম হিসবে, ব্যাংক, স্ক্রিল, পেওনার মাস্টার কার্ড দিয়ে।UpWork এ কি কি কাজ পাওয়া যায় ঃ UpWork এর নিজস্ব কোন কাজনেই, তবে UpWork এ যে কাজ গুলো সাজিয়েরেখেছে তানিচে লিংক এ গিয়ে দেখে নিনhttp://prntscr.com/7mrfuqUpWork এর কোন কাজের উপর ট্রেনিং নিববা কোন কাজশিখলে UpWork এর জন্য ভাল হবেঃআগেই বলেছি UpWork এরনিজস্ব কোন কাজ নেই তবে আপনি উপড়ে লিংক দেয়া যে কাজটি আপনার ভাল লাগে টিক সেটাই শিখবেন, অন্যের পছন্দ করাকোন কাজ শিখতে যাবেননা, ২ দিন পড় আপনার ভাল নাও লাগতেপারে, তখন নিজের পছন্দেই আবার ফীরে আসতে হবেতাতে করে অনেক সময় নষ্ট হবে, হা অন্যরা হয়ত কোন কাজভাল এবং কাজের মান বলে দিতে পারে বাকিটা আপনার পছন্দ মত কাজসিলেক্ট করে শিখে নিবেন, তবে এত বড় লিস্ট দেখে মাথা হ্যাংহয়ে গেছে কি ছাতার কাজ পছন্দ করব, হা সে ক্ষেত্রেওআপানকে কষ্ট করতে হবেযেমনঃ UpWork এ গিয়ে প্রতিটা ক্যাটাগরির কাজ এ ক্লিক করেদেখেন, কোণ কাজে ক্লায়েন্ট কত করে পেমেন্টদিচ্ছে আর কি পরিমাণ কনট্রাক্টর কাজের জন্য এপ্লায় করতেছেতাহলেই কাজের মান বুঝে যাবেন, তাছাড়াyoutube.com এ গিয়েএকটা একটা করে করে সার্চ দেন, দেখবেন টিউটিরিয়াল চলেআসছে, আর টিউটিরিয়াল গুলো দেখেন ভাল করে আর বুঝেনকোন কাজটি আপনি সহজেই বুঝতেছেন, কোন কাজ মনেকরতেছেন যে হা এটি আমার জন্য পারফেক্ট যখন পারফেক্টতখন ঐ কাজটি শিখবেন, যদি মনে করেন যে ঐ কাজটি আপনিইন্টারনেট থেকে কিছুই শিখতে পারতেছেন্না ঠিক তখন কোনএকপার্টদের কাছ থেকে শিখে নিবেন অথবা ভাল যারা আসলেইকাজ শিখায় তাদের কাছ থেকে কাজ শিখে নিবেন,শেষকথাঃ আপনার যদি কাজের দক্ষতা থাকে শুধু UpWork কেনযে কোন যায়গায় আপনি ভাল কাজ করতে পারবেন, আপনারকাজের দক্ষতা UpWork এর জন্য নির্দিষ্ট নয়

Total Pageviews