Home »
যৌন বিষয়ক টিপস
» যৌনমিলনের সময় অতিরিক্ত আওয়াজ করায় ১ ব্যক্তির জেল হল ইতালিতে
যৌনমিলনের সময় অতিরিক্ত আওয়াজ করায় ১ ব্যক্তির জেল হল ইতালিতে
সঙ্গিনীর সঙ্গে যৌনমিলনের সময়শিতকার, কাতরতায় বেকাবু হয়ে পড়ায়জেলে যেতে হল এক ব্যক্তিকে। এমনই সাজাশুনিয়েছে ইতালির একটি আদালত।যৌনমিলনের সময় ইতালির এক ব্যক্তিরপ্রতিবেশিদের অভিযোগ, পাড়া কাঁপানোচিৎকারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তাঁরা।বান্ধবীর সঙ্গে মিলনের মুহুর্তে ওইব্যক্তি এমন ভাবে চেঁচামিচি জুরে দেনযাতে শান্তি নষ্ঠ হয় আবাসনের অন্যদের।ব্যাস... মামালা ঠুকে দেওয়া হলব্যক্তিটির বিরুদ্ধে।৪২ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতারেরনির্দেশ দিয়েছে আদালত। শুনানির সময়আসামী আদালতের সমক্ষে বলেছেন, যৌনমিলনে `ভাল` পারফর্ম করা সত্ত্বেও তাঁকেজেলে যেতে হল। বিপক্ষের আইনজীবীদেরযুক্তি ছিল, যৌনমিলনের সময় তিনি `অতি উৎসাহী` হতেই পারেন। কিন্তু এক্ষেত্রেতাঁর চিৎকার এলাকাবাসীর ত্রাসের কারণহয়ে দাঁরিয়েছিল। তাঁই এই অপরাধেরসাজা হাজতবাসই হওয়া উচিত।তাঁকে দোষী করেছেন বিচারক। ছ`মাসেরহাজত বাসের সাজা শোনানো হয়েছেতাঁকে।