Home »
যৌন বিষয়ক টিপস
» সন্তান জন্ম দিতে চাইলে যৌনতায় যে পরিবর্তন আনতে হবে আপনার
সন্তান জন্ম দিতে চাইলে যৌনতায় যে পরিবর্তন আনতে হবে আপনার
সন্তান চাইলে যৌনতায় যে পরিবর্তন আনতে হবেঃঅনেক দম্পতিই সন্তান নিতে চান কিন্তু কোনো কারণে তানিতে পারছেন না। এ ধরনের ক্ষেত্রে উর্বরতা বাড়ানোরজন্য যৌনতায় কিছুটা পরিবর্তন আনতে পরামর্শ দিয়েছেনবিশেষজ্ঞরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছেহিন্দুস্তান টাইমস।এক ঘণ্টার মধ্যে দুইবার যৌনতা করা সম্ভব হলে পুরুষেরশুক্রাণু উৎপাদন তিন গুণ বাড়ে। আর এ পদ্ধতিতেই সন্তাননেওয়া সবচেয়ে সুবিধাজনক বলে মনে করছেন গবেষকরা।এ বিষয়ে গবেষণাটি করেছেন লন্ডনের নর্থ মিডলসেক্সবিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা জানিয়েছেন, যখনকোনো পুরুষ এক ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার বীর্যপাত করেনতখন উর্বরতা প্রায় ২০ শতাংশ বেড়ে যায়।গবেষকদের প্রধান ও উর্বরতা বিশেষজ্ঞ গোলাম বাহাদুরবলেন, ‘এটি তুলনামূলকভাবে একটি ছোট গবেষণা হলেও এগবেষণার ফলাফল একটি বড় পদক্ষেপ এবং উর্বরতা বৃদ্ধিতেউন্নতি ঘটাতে পারে।’এ গবেষণার জন্য বেশ কয়েকজন অংশগ্রহণকারীকে প্রথম ওদ্বিতীয়বার যৌনতার সময় নির্ধারণকরে দেন গবেষকরা।এরপর তাদের এ সময়ের ভিত্তিতে গর্ভধারণের হার নির্ণয়করা হয়। এতে দেখা যায়, এক ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারযৌনতা গর্ভধারণের হার বৃদ্ধি করে। এছাড়া দ্বিতীয়বারযৌনতায় তুলনামূলকভাবে ফ্রেশ স্পার্ম উৎপন্ন হয়, যা আগের তুলনায় উন্নতমানের।