Home »
যৌন বিষয়ক টিপস
» পুরুষের বীর্য পানে কোনো ক্ষতির সম্ভবনা রয়েছে কি ?
পুরুষের বীর্য পানে কোনো ক্ষতির সম্ভবনা রয়েছে কি ?
পুরুষের বীর্যপানে কোনো ক্ষতিরসম্ভবনা রয়েছে কি ?অনেকেইএরকমপ্রশ্নকরেনযে মেয়েরা যদি ছেলেদের বীর্য পানকরে তাহলে কি গর্ভবতী হওয়ার কোনসম্ভাবনা আছে? অথবা বীর্য পানকরলে কোনো প্রকার ক্ষতি হয় কি ?আরো নানান প্রশ্ন। আসুন জেনে নেই এসংক্রান্ত কিছু তথ্যাদি যা হয়ত আমরা অনেকেইজানি না।কোনো মেয়ে যদি কোনো পুরুষেরবীর্য পান করে তাহলে তার গর্ভবতী হওয়ারসম্ভাবনা নেই।যার বীর্য পান করা হচ্ছে যদি ঐ পুরুষের কোনযৌন রোগ থাকে বা সে যদি অপরিচ্ছন্নজীবনযাপন করে থাকে সেক্ষেত্রে বিভিন্নযৌনরোগ এমন কি মুখে ক্যান্সার পর্যন্তহতে পারে। সার্বিক বিবেচনায় যৌনরোগবা ক্যান্সারে আক্রান্ত হওয়ারচেয়ে তা প্রতিরোধ করাই বিজ্ঞতার পরিচায়ক।ধর্মীয় বিধি নিষেধে এরকম কাজ এবং ওরালসেক্স করতে নিরুতসাহিতকরা হয়েছে।একে অস্বাভাবিক ও অনুচিত বলেছেন প্রায় সবাই।যদিও ডাক্তারদের ভেতরে এ নিয়ে মতভেদআছে। খুব কম সংখ্যক ডাক্তার বলেনযে এতে কোন ক্ষতি নেই যেহেতুবীর্যে মূলত প্রোটিন থাকে কন্তু এই পরিমানপ্রোটিনে মানুষের শরীরের কোন উপকারহয় না।কিন্তু পুরু বিষয়টি সৃষ্টির শ্রেষ্ঠজীবহিসেবে আমাদের নিজেদেরইবুঝে নিতে হবে। কারণ, আজকাল পত্রিকারপাতা খুললেই দেখা যায় বিশ্বেরনামী দামী সিনেমা তারকারা এসবকরতে গিয়ে একসময় মুখের নানা প্রকার মারাত্মকসব ক্যান্সারে আক্রান্ত হয়েছে। অন্তত তাদেরথেকে আমাদের শিক্ষা নেয়া উচিত।"সূত্র উটঘটনঃ হাবিব হাওলাদার আরিয়ান।