মহানবী (সা.) যে ব্যক্তিকে সবচেয়ে হতভাগা বলেছেন!

ইসলামের পরিভাষায় সেই ব্যক্তিই চরমসৌভাগ্যবান যে জান্নাতে যাওয়ার সুখবর পায়।তবে হতভাগ্য ব্যক্তিও আছে।ইসলামের পরিভাষায় হতভাগা ব্যক্তি হলো সেই ব্যক্তি যে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েও জান্নাতে যেতে পারলো না।নবী করীম (সা.) আরও বলেন– َ ‘ঐ লোক হতভাগ্য! ঐ লোক হতভাগ্য! ঐ লোক হতভাগ্য! জিজ্ঞেস করা হ’ল, হে আললাহর রাসূল (সা.)! কার শানে একথা বললেন? নবী করীম (সা.) বললেন, যে লোক পিতা-মাতার একজন কিম্বা দু’জনকে তাদের বৃদ্ধ বয়সে পেল অথচ জান্নাতে দাখিল হল না, সে হতভাগা’ (মুসলিম হা/২৫৫১)।অর্থাৎ তাদের সাথে সে সময় ভাল ব্যবহার করলে সে জান্নাতে যেত। সে জান্নাতপেয়েও জান্নাতে গেল না, সে বড় হতভাগা।

Total Pageviews