Home »
যৌন বিষয়ক টিপস
» ভান্তেদের লীলায় আমাদের পাহাড়ি কুমারী ললনারা গর্ভবতী হচ্ছে অহরহ!
ভান্তেদের লীলায় আমাদের পাহাড়ি কুমারী ললনারা গর্ভবতী হচ্ছে অহরহ!
Soheli Tripura-সোহেলী ত্রিপুরাভান্তেদের লীলায় আমাদের পাহাড়ি কুমারী ললনারা গর্ভবতী হচ্ছে অহরহ! অনেক পাহাড়ি রমণী তার স্বামীকে ঘুমে রেখে ভান্তেদের লীলায় সিক্ত হয়। বিশেষকরে যারা বিয়ের পূর্বেই ভান্তের লীলা ভোগ করেছে। তারা বিয়ের পর ও চির কুমার ভান্তেদের যৌবন চুপি সারি ভোগ করে যাচ্ছে। কখনো আবার তাদের বাধ্য করা হয়। এর মাধ্যমে নাকি নারীদের বৌদ্ধের প্রতি ত্যাগ শিক্ষা দেয়া হয়। বর্তমানেজুম্মদের অধিকাংশ রমণীরাই অভিসারিণী।আর ভান্তেরা তাদের অভিসারি। নিরব প্রেমিক! অনেক স্বামী জেনে ও ভয়ে মুখ খুলেনা। চালিয়ে যাচ্ছে ভান্তেরা। আমাদের পাহাড়ি ধর্মগুরু তথা ভান্তের অবস্থা দেখুন। বিয়ে করবেনা অথচ আমাদেরপাহাড়ি কুমারী তরুনীদের ভোগ করবে। আমরা এসবকে ঘৃণা করি। রাঙ্গামাটি রাজবন বিহার ছাড়াও বান্দরবন জেলা ও তৎসংলগ্ন দূগম বিহার গুলোতে সরকারী খরচে সিসিটিভি ক্যামেরা লাগানো হলে ভান্তে, শ্রমণ নিবিশেষে বৌদ্ধ ভিক্ষুদের অবাধ যৌনাচার গুলি বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতে আসবার সুযোগ আরও বেড়ে যাবে।