কতবার সহবাস করবেনসন্তান ধারণের জন্য

কোন দম্পতি সন্তান নিতে চাইলেঅবশ্যই স্ত্রীর যোনির ভিতরেস্বামীকে বীর্যপাত করতে হবে।যোনির ভিতর বীর্যপাত না করলেসন্তান হবে না। কেননা ছেলেদেরবীর্যতে থাকে শুক্রকীট ওনারীদের জরায়ুতে থাকে ডিম্ব। ডিম্বশুক্রকীটের সঙ্গে মিলিত হবার জন্যনারীর জরায়ুতে অপেক্ষমান থাকে।ডিম্ব ও শুক্রকীটের মিলনের ফলেমানব ভ্রূণের সৃষ্টি হয় এবং আস্তেআস্তে তা মানবরূপে ধারণ করে।সন্তান নেওয়ার জন্য নির্দিষ্ট সংখকবারসহবাস করার প্রয়োজন নেই। একবারসহবাস করার দ্বারাই বাচ্চা হবে যদি ঐএকবার সহবাস করার বীর্যের কীটনারীর জরায়ুতে অপেক্ষমাণ থাকেডিম্বের সাথে মিলিত হতে পারে।জন্মনিয়ন্ত্রণের কারণে ডিম্বেরসাথে শুক্রকীটের বাঁধা সৃষ্টি করে।যার কারণে ডিম্বের সাথেশুক্রকীটের মিলন ঘটেনা। যার ফলেসন্তান হয় না। আপনি যদিজন্মনিয়ন্ত্রণের কোন পদ্ধতি ব্যবহারনা করেও বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তুপারছেন তাহলে এখানে আপনারচিকিৎসার প্রয়োজন আছে।

Total Pageviews