Home »
Grameenphone Free Internet Offer
» Grameenphobe এ ইন্টারনেট প্যাক কিনলেই ২০% ডাটা একদম ফ্রি।
Grameenphobe এ ইন্টারনেট প্যাক কিনলেই ২০% ডাটা একদম ফ্রি।
আজকের এই পোষ্ট টি তাদের জন্যইউপকারী, যারা প্রায় সময় বেশি বেশিইন্টারনেট ক্রয় করে। গ্রামীণফোনতাদের wowbox গ্রাহকদের জন্য যেকোন পরিমাণ ইন্টারনেট প্যাক ক্রয়ে২০% ইন্টারনেট ফ্রি দিচ্ছে। অর্থাৎ এইঅফার চলাকালীন সময়ে কেউ যদি 1GBপ্যাক ক্রয় করে তাহলে তাকেঅতিরিক্ত ২০০ মেগাবাইট ইন্টারনেটফ্রি দেওয়া হচ্ছে। এক্ষত্রে অবশ্যইwowbox অথবা MY gp এপ এর মাধ্যমে ক্রয়করতে হবে। wowbox/My gp এপ এ থাকাযেকোনো প্যাক এর ক্ষেত্রেই এইঅফার প্রযোজ্য। টোকেন অফার এবংnight pack এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।