মেয়েদের প্রস্রাবে জ্বালাপোড়া হলে কী করবেন দেখিন কেীশল গুলা।

ভালো থাকতে তো সবাই চায়।কিন্তু রোগ ব্যাধির সাথেআমাদের যুদ্ধ করে টিকে থাকতেহয় প্রতিনিয়ত। মেয়েদের বিভিন্নরকম শারিরীক সমস্যা থাকে। তারমধ্যে প্রধান একটি সমস্যাপ্রস্রাবে জ্বালাপোড়। প্রস্রাবেজ্বালাপোড়া সৃষ্টি করারজীবাণুটি হলো ব্যাকটেরিয়া,ছত্রাক এবং ভাইরাস। কারণমেয়েদের মূত্রনালী পায়ুপথের খুবকাছে এজন্য সহজেই জীবাণু প্রবেশকরতে পারে। তবে ই-কলাই নামকজীবাণু শতকরা ৭০-৮০ ভাগপ্রস্রাবের প্রদাহের কারণ বলেমনে করা হয়। আবার অনেক সময়যৌন সঙ্গমের কারণেও জীবাণুমূত্রনালীতে প্রবেশ করতে পারে।আবার এসব জীবাণু মূত্রনালীপথেকখনো কখনো মূত্রথলি ওকিডনিতে প্রবেশ করে থাকে, যাসহজেই দৈনন্দিক ও যৌন জীবনেঅশান্তি নিয়ে আসে।যার কারণে এমণ সমস্য দেখা দেয়যেমন প্রস্রাবে জ্বালাপোড়া,বার বার প্রস্রাবের বেগ, ফোঁটায়ফোঁটায় প্রস্রাব ইত্যাদি।উপস্বর্গঃ প্রস্রাবের রংধোঁয়াটে, দুর্গন্ধযুক্ত ও পরিমাণেকম ই্ত্যাদি। এছাড়া তলপেটেব্যথা হতে পারে।এই প্রস্রাবের জ্বালাপোড়াসমস্যা প্রতিরোধের উপায় কী?* পানিকে করুন জীবন বন্ধু। প্রত্যেকদিন প্রচুর পরিমাণে পানি পানকরুন। মানে আপনার উদ্দেশ্যহবে প্রস্রাবের বেগ আন দিনেরমধ্যে ২/৩ ঘন্ট অন্তর অন্তরপ্রস্রাব করতে হবে। কখনোপ্রস্রাব আটকে রাখা যাবে না,এতে শরীরের ক্ষতি হয়।* রাতে ঘুমোতে যাওয়ারআগে প্রস্রাব করতে হবে এবং ঘুমথেকে জাগার পর ও প্রস্রাব করতেহবে।* প্রত্যেকবার সহবাসের পর ভালোকরে পানি দিয়ে ভালোভাবেপ্রস্রাবের রাস্তা ধুয়ে ফেলতেহবে।* খেয়াল রাখবেন মলত্যাগের পরশৌচকাজ সতর্কতার সাথেকরবেন এবং শৌচকাজের পানিযেন প্রস্রাবের রাস্তায় নাআসে।

Total Pageviews