Home »
Robi Free Internet Offer
» রবিতে বন্ধ সিম চালু করলেই ৯ টাকায় ১ জিবি নাইট প্যাক।
রবিতে বন্ধ সিম চালু করলেই ৯ টাকায় ১ জিবি নাইট প্যাক।
টাইটেল দেখে আপনারা নিশ্চই চমকে গেছেন।আগে হ্যা, আপনারা ঠিকই দেখেছেন।আপনারা হয়তো জানেনই রবি অফার দেওয়ার ক্ষেত্রে অন্যতম।আর বন্ধ সিমের সময় তো তা আরো স্পেশাল।তো আজকের অফারটি রবি বন্ধ সিমের অফার।এই অফারে আপনাদের জন্য থাকছে ১ জিবি ইন্টারনেট তাও আবার অবিশ্বাস্য মূল্যে। মাত্র ৯ টাকায় আপনারা এই অফারটি পাবেন যার মেয়াদ ৩০ দিন!!!তো অফারটি পেতে এক্ষুণি ডায়েল করুন*৮৬৬৬*০৯০#আর হ্যা এই অফারটি আপনি ৩০ দিনে ১ বারকিনতে পারবেন।অফারটির ব্যালেন্স চেক করতে ডায়েল করুন*১২৩*৩*৫# অথবা *৮৪৪৪*৮৮#এই অফারটি আপনি ব্যাবহার করতে পারবেন রাত ১২ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।(+সম্পূরক শুল্ক, ভ্যাট এবং সারর্চাজ)বন্ধ সংযোগের জন্য অন্যান্য বিশেষ নির্দেশিকাএই অফারটি আপনার বন্ধ সংযোগের জন্য প্রযোজ্য কিনা জানতে A ০১৮xxxxxxxx লিখে যেকোনো রবি নম্বর থেকে ফ্রি এসএমএস করুন ৮০৫০ নম্বরেরবি প্রিপেইড বন্ধ সিম’র গ্রাহকরা ( পোস্টপেইড , উদ্যোক্তা ,কর্পোরেট, ইজিলেড ব্যতীত) এই অফারের আওতাভুক্তগ্রাহকগণ তার বন্ধ রবি নম্বর থেকে যেকোন পরিমাণ রিচার্জ বা আউটগোয়িং কল, এসএমএস বা অন্য কোনও রাজস্ব উৎপাদক কর্মকান্ড করে পুনরায় নম্বরটি চালু করতে পারেন । নম্বরটি চালু হবার পর ৭২ ঘন্টার মধ্যে কনফার্মেশন একটি এসএমএস পাবেন এবং নম্বরটি বন্ধ সিমের অফারে স্থানান্তরিত হবে । এর পরেই উল্লিখিত অফার গুলো উপভোগ করা যাবে ।