মেয়েদের কনডম ব্যবহারের সুবিধা দেখেনিন।

কনডম বিভিন্ন প্রকার যৌনবাহিতরোগসমূহকে প্রতিরোধের ক্ষেত্রেকার্যকরী ভূমিকা পালন করেথাকে।বর্তমান সময়ে( sex ) যৌনমিলনের ক্ষেত্রে কনডমখুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান ।তাছাড়া কনডম পুরোপুরি ১০০%রোগ প্রতিরোধ করতে না পারলেওএর সাফল্যের হার প্রায় ৯০%।জেনে নিন কনডমব্যবহারে কি কিসুবিধা?১। অনেক দম্পতি মনে করেন যে,কনডম ব্যবহার করে যৌনমিলনকরলে যৌন আনন্দের পরিমাণ কমেযায়। কিন্তু এটি সম্পূর্ণ ভূল। কনডমব্যবহার করে যৌনমিলন করলে যৌনআনন্দের পরিমাণ বেড়ে যায়।২। কনডম অপরিকল্পিত গর্ভধারণরোধ করে।৩। কনডম ব্যবহার করে যৌনমিলনকরলে এইডস, গনোরিয়া, সিফিলিসইত্যদি যৌনরোগ থেকে নিরাপদেথাকা যায়।৪। অনেক পুরুষই হয়তো জানেন নাযে, কনডম ব্যবহার করে অনেকক্ষণযৌনমিলন করা যায়, যাকনডমবীহিন অবস্থায়পুরোপুরিভাবে সম্ভব নয়।৫। বিভিন্ন ব্রান্ডের কনডমেনরমাল এবং বিভিন্ন ফ্লেভারেরলুব্রিকেন্ট দেওয়া থাকে, যারফলে আলাদাভাবে লুব্রিকেন্টব্যবহারের প্রয়োজন নেই। খুবইপ্রয়োজন হলে গ্লিসারিন ব্যবহারকরতে পারেন, তেল ব্যবহার করবেননা। কারণ তেল ল্যাটেক্সকেভেঙ্গে দেয়, ফলে কনডমেরকার্যকারিতা নষ্ট হয়।৬। পৃথিবীর প্রায় ৫% নারীর পুরুষেরবীর্যের এলার্জী রয়েছে । যদিআপনার নারী পার্টনারেরবীর্যের এলার্জী থাকেসেক্ষেত্রে ৬-৭ মাস কনডম ব্যবহারকরে এই এলার্জী নিয়ন্ত্রণ করতেপারেন। তবে যেসকল দম্পতিরকনডম ব্যবহারে এলার্জী রয়েছেতাদের কনডম ব্যবহার না করাইভালো।৭। নরমাল কনডমের চেয়ে ডটেডকনডম ব্যবহার করে যৌনমিলনকরলে বেশী আনন্দ পাওয়া যায়,এছাড়া আলট্রা থিন কনডমগুলোওসম্প্রতি বেশ জনপ্রিয় হচ্ছে। তবেবর্তমানে অনেক দম্পতিইনরমালের তুলনায় বিভিন্নফ্লেভারের ডটেড কনডম পছন্দকরে।

Total Pageviews