Home »
খাদ্য ও স্বাস্থ্য
» এবার বগলের কালো দাগ দূর করার ও ফর্সা ভাব ধরে রাখার ১০টি দারুণ টিপস !
এবার বগলের কালো দাগ দূর করার ও ফর্সা ভাব ধরে রাখার ১০টি দারুণ টিপস !
আন্ডারআর্ম বা বগলের কালোদাগ অনেকের জীবনের খুব সাধারণসমস্যা। নানান ক্রিম ব্যবহার করেএই দাগ সাময়িক ভাবে দূর করাযায়, কিন্তু আমাদেরই ভুলে সেটাআবার ফিরে আসে। কী করবেন?জেনে নিন ১০টি দারুণ টিপস,যেগুলো কেবল আপনার বগলেরকালো দাগ দূর করবেই না বরংদাগ সরিয়ে সবসময় বগলকে ফর্সা ওসুন্দর রাখবে খুব সহজে।১) বগলের কালো দাগ দূর করার জন্যশসা বা আলুর রস খুবই দারুণ একটিজিনিস। দিনে দুবার বগলে শসাবা আলুর রস লাগিয়ে রাখুন। ১৫/২০মিনিট পর শুকিয়ে গেলে উষ্ণপানি দিয়ে ধুয়ে ফেলুন। রসেরবদলে থেঁতো করা আলু বা শসাওব্যবহার করতে পারেন।২) বেকিং সোডার সাথে পানিমিশিয়ে পেস্ট তৈরি করে নিন।এই পেস্ট বগলে লাগিয়ে রাখুন।শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।সপ্তাহে বেশ কয়েকবার এটা করুন।কালো দাগ তো দূর হবেই, নতুন দাগহবে না।৩) ২ টেবিল চামচ কাঁচা দুধ, ১টেবিল চামচ দই, ১ টেবিল চামচময়দা মিশিয়ে পেস্ট তৈরি করেনিন। এই পেস্ট বগলে মাখুন।সপ্তাহে ২/৩ বার নিয়মিতব্যবহারে কালো দাগ দূর হবেআবার বগলে নতুন করে দাগও হবেনা।৪) বগলে শেভ না কয়ে ওয়াক্স করুন।খুব ভালো হয় যদি পার্লারে করতেপারেন। সেখানে যত্ন করে করা হয়আর ত্বকের কোন ক্ষতি হয় না।শেভ করলে চুলের গোঁড়াটা রয়েযায় ফলে কালো দাগ বেশী মনেহয়।৫) যদি শেভ করতেই হয়, তাহলেনারিকেল তেল ব্যবহার করুন বগলেশেভিং ক্রিমের বদলে। এছাড়াওপ্রতিদিন বগলে নারিকেল তেলম্যাসাজ করুন। নারিকেল তেলনিয়মিত ম্যাসাজে বগলের কালোদাগ দূর হয়ে তো যাবেই, ত্বকওথাকবে ফর্সা ও সুন্দর।৬) কেবল মুখে নয়, বগলেও স্ক্রাবিংকরুন।৭) বগলে ক্ষতিকারক ঘামপ্রতিরোধক পণ্য ব্যবহার না করেপ্রাকৃতিক উপায়েই ঘাম প্রতিরোধকরুন।৮) এমন পোশাক পরুন, যাতে বগলেখুব বেশী ঘষা না লাগে।৯) গোসলের সময় প্রতিদিনি বগলআলাদা ভাবে পরিষ্কার করুন।১০) বগলে পারফিউম লাগাবেন না।কিংবা বগলের কাছের পোশাকেওনয়।