এবার ব্রণ ও ব্রণের দাগ সারাতে ৩ টি ঘরোয়া ফেসমাস্ক

শুধু টিনেজার নয়, সব বয়সীনারীদের এমনকি পুরুষদের ত্বকেরঅন্যতম সমস্যা হল ব্রণ। আর ব্রণ ওব্রণের দাগ ত্বক থেকে সারিয়েতুলতে ব্রণে আক্রান্ত ব্যক্তি কীকরেন আর কী করেন না সেটা বলেশেষ করার মতো না। ব্রণেরসমস্যার সমাধানে ঘরোয়াভাবেতৈরি ফেসমাস্কের চেয়ে ভালোকোন সমাধান আর হয়না।ঘরোয়াভাবে তৈরি বিভিন্নপ্রাকৃতিক উপাদানের সংমিশ্রণেবানানো ফেসমাস্ক ও প্যাকগুলোব্রণ আর ব্রণের দাগ সারিয়েতোলার সাথে সাথেই স্কিনেরউজ্জ্বলতা বাড়িয়ে তোলে, স্কিননারিশ করে ও কমনীয়তাঅনেকখানি বৃদ্ধি করে।যারা দীর্ঘদিন ব্রণের সমস্যানিয়ে ভুগছেন তাদের জন্য আজকেরএই আর্টিকেল। এখানেঘরোয়াভাবে তৈরি কিছু সিম্পলফেসমাস্ক রেসিপি নিয়ে বলবো।হাতের কাছেই পাওয়া কিছুপ্রাকৃতিক উপাদান হয়তো আপনারদীর্ঘদিনের ব্রণ নিয়ে হতাশারসমাধান দেবে।ফেসমাস্ক রেসিপিঃ০১ অ্যাপেল সিডার ভিনেগারফেসমাস্ক/ স্ক্রাব-যা যা লাগবেঃ*অ্যাপেল সিডার ভিনেগার*গ্রিন টি*মধু*চিনিরেসিপি-বাটিতে ১ চা চামচ অ্যাপেলসিডার ভিনেগার নিন, এবার এতে২ চা চামচ ঠাণ্ডা গ্রিন টি যোগকরুন, ৫ চা চামচ চিনি দিন এবংসবশেষে ১ চা চামচ মধু মিশিয়েনিন। বাটিতে রাখা সব উপাদানএবার একটা চামচের সাহায্যেভালোভাবে মিশান।এবার এই মিশ্রণটি আপনার মুখেরত্বকে একটি কটন বলের সাহায্যেলাগিয়ে নিয়ে কিছুক্ষণ ম্যাসাজকরুন এবং ১০ মিনিট রেখে দিন। ১০মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়েফেলুন।উপকারিতা-এই ফেসমাস্ক আপনার ত্বকেরডেডসেল রিমুভ করবে ও ত্বকেরব্লাড সার্কুলেশন বাড়িয়ে তুলবে।মাস্কের চিনি আপনার ত্বকেব্রণে আক্রান্ত টিস্যু ওআনক্লোজিং পোরস এর জন্য ত্বকেন্যাচারাল এক্সফলিয়েটর কাজকরবে। এই মাস্কটি সপ্তাহেদুইবার করে কিছুদিন কন্টিনিউকরলেই ব্রণ ও ব্রণের দাগ সারাতেউপকার পাবেন।০২ মধু ও দারুচিনি ফেসমাস্কঃযা যা লাগবে-*দারুচিনি পাউডার*মধুরেসিপি-১ চা চামচ দারুচিনি পাউডারএকটি বাটিতে নিন, ২ চা চামচ মধুযোগ করুন এবং এবার এই দুইউপাদান একটি চা চামচ দিয়েভালোভাবে নারুন। মিশ্রণ ঘনকরতে প্রয়োজনে আত্রও মধু যোগকরতে পারেন।মিশ্রণটি ভালোভাবে মিশেগেলে আপনার হাতের আঙ্গুলেরসাহায্যে মুখের ত্বকে লাগিয়ে ১০থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন।পরে আপনার ত্বক হালকা গরমপানি দিয়ে ধুয়ে নিন আর মুখেযেকোন টোনার লাগিয়ে নিন। আরযদি টোনার না থাকে সেক্ষেত্রেএকটু লেবুর রস, একটু অ্যাপেলসিডার ভিনেগার আর দুইভাগডিস্টিল ওয়াটার মিশিয়ে মুখেলাগিয়ে ফেলুন।

Total Pageviews