নামাজের জায়গায় শিশু প্রস্রাব করলে কী করবেন আপনরা।

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার,সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়কপ্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনারজিজ্ঞাসা’।জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায়এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানেদর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেনবিশিষ্ট আলেম ড. মুহাম্মদসাইফুল্লাহ।আপনার জিজ্ঞাসার ২০০১তম পর্বেনামাজের জায়গায় শিশু প্রস্রাবকরলে সে জায়গায় নামাজ আদায় করাযায় কীভাবে, সে সম্পর্কে মিরপুরথেকে চিঠিতে জানতে চেয়েছেনআঞ্জুমান আরা। অনুলিখনে ছিলেনজহুরা সুলতানা।প্রশ্নbr /> আমার বাচ্চা হাঁটতে শিখেছে। তাইসারা ঘর হাঁটে, খেলে আর যেখানে-সেখানে প্রস্রাব করে। অনেক সময়নামাজের জায়গায়ও প্রস্রাব করে।শুকনো কাপড় দিয়ে মুছে সেখানেজায়নামাজ বিছিয়ে নামাজ পড়ি।এতে কি নামাজ হয়?উত্তরbr /> হ্যাঁ, নামাজ হয়ে যাবে। যদি মোছারপরে জায়নামাজ বিছিয়ে সালাতআদায় করে থাকেন, তাহলে সালাতহয়ে যাবে। তবে উত্তম হচ্ছে যেটাসেটা হলো, প্রস্রাব যদি করে তাহলেভেজা কাপড় দিয়ে পানি দিয়ে মুছেফেলা।এটা সবচেয়ে উত্তম। তাহলে এখানেপরিপূর্ণ তাহরাত হাসিল হয়ে যাবে।সে ক্ষেত্রে আপনি জায়নামাজ নানিলেও সালাত আদায় করতে আপনারকোনো ধরনের অসুবিধা নেই।আপনার সালাত হয়ে যাবে। যেহেতুআপনি জায়নামাজ দিয়ে সালাতআদায় করছেন, সে ক্ষেত্রে আপনারসালাত হয়ে যাবে।

Total Pageviews