Home »
online Earning Tips
» আপনার ইউটিউব চ্যানেলে অতি দ্রুত কিভাবে করবেন ১০,০০০ভিউ
আপনার ইউটিউব চ্যানেলে অতি দ্রুত কিভাবে করবেন ১০,০০০ভিউ
সবাই কেমন আছেন, আশা করি সবাইভালো আছেন এইকামনা নিয়ে শুরু করছি আমার আজকেরটিউন। আজকেআপনাদের সাথে শেয়ার করবো অতি দ্রুতকিভাবে করবেনদশ হাজার (১০,০০০) ভিউ। ইউটিউবের নতুনপলিসি দেখেঅনেকেই অবাক হয়েছেন হয়ত, অবাক হওয়ারকিছু নাই।আপনি কি জানেন? এ পদ্ধতির জন্য যারারিয়েলইউটিউবার তারাই টিকে থাকবে, আর বাকিরাঝরে যাবে।ধন্যবাদ জানাই ইউটিউবকে, কারন এখনআর যে কোনচ্যানেল হারানোর ভয় নেই।এবার আসুন জানি ইউটিউবের নতুন পলিসিসম্পর্কেইউটিউবের নতুন পলিসিbr /> ইউটিউব তাদের পার্টনার প্রোগ্রামে নতুনপরিবর্তনএনেছে, গত ৬ এপ্রিল ২০১৭ ইং তারিখেইঊটিউব তারব্লগে পাবলিশ করেছে, যদি কোন ইউটিউবচ্যানেলেলাইফ টাইম ১০,০০০ ভিউ না থাকে তাহলেসেই চ্যানেলেঅ্যাড শো করবেনা। আবার ১০,০০০ ভিউহলেই চ্যানেলেঅ্যাড শো করবে, তাও না। কথা হলো,১০,০০০ ভিউ হলেআপনি মনিটাইজেশন এর জন্য আবেদনকরতে পারবেন,ইউটিউব আপনার চ্যানেল কে পর্যবেক্ষণকরবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে তাদের YPP(YouTubePartner Program) এর আওতাতে নিয়েনিবে, তখনই আপনারভিডিও তে অ্যাড শো করবে আর শুরু হবেআপনার ইনকাম। এপদ্ধতি কার্যকর হয়েছে গত ৭ এপ্রিল ২০১৭ইং থেকে আরএটাই হলো ইউটিউবের ২০০৭ এর পর এইপ্রথম বড় পরিবর্তন।কি নিয়ে কাজ করবেনbr /> ইউটিউবে আপনি অনেক টপিক বা নিস নিয়েকাজ করতেপারেন, তবে সব টপিক বা নিসে সমানভিউয়ার হয় না।কিছু কিছু টপিক বা নিস আছে যেগুলোতেভিউয়ার খুবইকম আবার অনেক টপিক বা নিস আছেযেগুলোতে প্রচুরভিউয়ার হয়। আমি ২ টি টপিক বা নিসেরনাম বলবোযেগুলো নিয়ে কাজ করলে ভিউয়ার হবেইহবে।১. টেকনোলজি: মানব জন্মের শুরু থেকেআজ পর্যন্তমানুষের টেকনোলজি সম্পর্কে জানারআগ্রহ কমতি নেই।তাই আপনি টেকনোলজি সম্পর্কে কোনোভিডিও তৈরিকরলে তা মানুষ অবশ্যই দেখবে। তবে নতুনবা আপকামিংকোন নিউজ নিয়ে করবেন।২. সাম্প্রতিক নিউজ: সাম্প্রতিক নিউজবা ঘটনাসম্পর্কে সবাই জানতে চায়। সাম্প্রতিকনিউজ নিয়েকোনো ভিডিও তৈরি করলে তা মানুষঅবশ্যই দেখবে।এবার কথা হচ্ছে ভিউয়ার আসবে কিভাবেভিউয়ার জন্য যারা এস.ই,ও পারেন তারাএস.ই,ও করবেনআর যারা এস.ই,ও পারেন না, তাদের তোসোশ্যালমিডিয়াতে শেয়ার করা ছাড়া আর অন্যকোন উপায় নাই।আপনি পারলে সকল সোশ্যাল মিডিয়াতেশেয়ার করবেন।তবে আমি শুধু ফেসবুকে কিভাবে শেয়ারকরেভিউয়ারবাড়াবেন তা জানালাম-প্রথমে ফেসবুকে টেকনোলজি ও নিউজরিলেটেড ভালো১০ টা গ্রুপ পেজ এবং ১০ টা লাইক পেজজয়েন করবেনযাদের মেম্বার থাকবে ১,০০,০০০ এর উপর।তাদের পোস্টেলাইক ও টিউমেন্ট দিবেন তা না হলে আপনিজয়েন করারপর পর আপনাকে কোন লিংক শেয়ার করতেদিবে না।তারপর আপনি প্রতিদিন টেকনোলজিসম্পর্কে অথবাসাম্প্রতিক নিউজ নিয়ে ২ টা ভিডিও তৈরিকরুন আরফেসবুকে ১০ টা গ্রুপ পেজে এবং ১০ টালাইকপেজেশেয়ার করুন।এবার একটু হিসেব দেখি কি হয়-আপনি ১০ টা গ্রুপ পেজে এবং ১০ টা লাইকপেজে মোট২০ পেজে জয়েন করলেন, কিন্তু এখান থেকে১০ পেজেপোস্ট করতে দিল না। আপনি পোস্ট দিলেন১০ টাপেজে…১০ পেজ × ১,০০,০০০ মেম্বার = ১০,০০,০০০মোট মেম্বার।মোট ১০,০০,০০০ মেম্বারের ০.১% মেম্বারওযদি আপনারভিডিও দেখে তাহলে আপনার প্রতিদিনভিউয়ার হবে১০০০ আর ২ টা ভিডিও হলে ২০০০, তাহলে৫ দিনের মধ্যে১০০০০ ভিউয়ার হয়ে যাবে। যদি তারওঅর্ধেক হয় তাহলে১০ দিন লাগবে।কিন্তু, আপনার টপিক এবং ভিডিও যদিভালো হয়একদিনেও ১০,০০০ চেয়ে অনেক বেশী ভিউয়ারহতে পারেতবে এটা নির্ভর করবে আপনার উপর।তারপরও কারো সহযোগিতা প্রয়োজনহলে, আমি তোআছি, প্রয়োজন হলে জানাবেন, অবশ্যইসহযোগিতা করবো।তবে আমি নিজে যেভাবে কাজ করছি তাসবার সাথেশেয়ার করলাম, ভালো লাগলে আমারগাইডলাইন ফলোকরবেন। আর যদি ভূল হয় ক্ষমা-সুন্দরদৃষ্টিতে দেখবন।সবাইকে শুভ কামনা জানিয়ে এখানেই শেষকরলাম আমারআজকের টিউন। আমার পরবর্তী টিউন“একটি ইউটিউবচ্যানেলে থেকে কিভাবে ৪ ধরনের ইনকামকরবেন?”সবাইকে দেখার আমন্তরন রইল।