YouTube SEO করে সহজে View and Subscribeবাড়াবেন যেভাবে। পর্ব -০১

YouTube নিয়ে যারা কাজ করেন আরঅনেকেই ভিডিও আপলোড করে যাচ্ছেন।কিন্তু View and Subscribe বাড়ছে না।আপনার ভিডিও Rank করার ক্ষেত্রে SEOই হল একমাত্র উপায় যার মাধ্যমে আপনিআপনার ভিডিও রেঙ্ক করতে পারেন। আরআপনার ভিডিও যদি YouTube এর প্রথমপেইজে চলে আছে তাহলে ভিউ অটোমেটিকবাড়বে। তার সাথে Subscribe ও বাড়বে।সেই জন্য YouTube এর বেশ কিছু নিয়মমেনে কাজগুলো করতে হয়। নিচে ধাপে ধাপেউপায়গুলো বর্নণা করা হলbr /> 1. Find Video Keywordsভিডিও তৈরী করার ক্ষেত্রে প্রথমেআপনার চিন্তা করতে হবে Keywordনিয়ে। ধরুন, এমন একটা ভিডিও তৈরীকরেছেন যা লোকজন দেখে না। মানে হলযার Search Vol নাই। তাই প্রথমেyoutube.com এর আপনি যে বিষয়কভিডিও তৈরী করবেন তার মধ্য থেকে একটাকিওয়ার্ড নির্বাচন করুন এবং Searchকরুন। যেমন : আপনি যদি How tochange MAC Address এই টা আপনারকিওয়ার্ড হয় তাহলে আপনি প্রথমেYouTube এ সার্চ করুন এবং গুগুল এসার্চ করুন। যদি সার্চ ভলিয়ম ভাল থাকেতাহলে আপনি এবার Google AdwordsTools দিয়ে সার্চ করে দেখুন আপনারকিওয়ার্ড এর Monthly Search কেমন।কমপক্ষে ৩০০ Monthly সার্চ ভলিয়মআছে এমন কিওয়ার্ড নির্বাচন করুন। যদিসব কিছু ঠিক থাকে তাহলে আপনি ভিডিওতৈরী করুন।সাধারনত নিচে দেওয়া কিওয়ার্ড টাইপেরকিওয়ার্ড সিলেক্ট করে ভিডিও তৈরী করতেচেষ্টা করবেন। কারন এ ধরনের কিওয়ার্ডদিয়ে সার্চ অনেক বেশী হয়।How-to keywordsReviewsTutorialsAnything fitness or sportsrelatedFunny videos2 . Make Your NiceVideo and Informativeআপনার ভিডিও হতে হবে অনেক সুন্দর এবংস্পষ্ট। কারন ভাল মানের ভিডিও হলেআপনার Return ভিজিটর অনেক বেড়েযাবে। আর আপনার চ্যানেলে যদি Returnভিজিটর বেশী থাকে তাহলে ভিডিও রেঙ্কহবে খুবই তাড়াতাড়ি। যারা প্রফেশনারমানের ইউটিউবার তারা সব কিছুইপ্রফেশনাল ভাবে শুরু করে। তাদের নিজস্বস্টুডিও বা ভাড়া করা স্টুডিও তে ভিডিওরেকর্ড করে এবং প্রফেশনাল ভিডিও এডিটরনিয়ে এডিটিং করে। যেহেতু আমরা প্রথমেইএই সব কোন কিছুই করতে পারব না। তাইআমরা আমাদের ভিডিও রেকর্ড, এডিটিংসব কিছু আমরা নিজেরাই করব। নিচে আমিকিছু Tools এর নাম উল্লেখ করছি তা দিয়েআপনি খুব সহজেই ভাল মানের ভিডিওরেকর্ড এবং এডিটিং করতে পারবেন।১. স্ক্রিন রেকর্ডিং এর জন্যFastStone Capture সফটওয়্যারদিয়ে খুবই ভাল ভাবে স্ক্রিন রেকর্ডকরা যায়। এছাড়া আরো অনেকধরনের রেকর্ডিং সফটওয়্যার আছে।আপনি যা দিয়ে ভাল ভাবে রেকর্ডকরতে পছন্দ করে তা দিয়ে রেকর্ডকরতে পারেন।২. ভিডিও এডিটিং এর জন্য আমিCamtasia Studio ব্যবহার করি।এই সফটওয়্যারটি খুবই সহজ এবংঅনেক ভাল ভাল ফিচার আছে এইসফটওয়্যারটিতে।আপনি যখন ভিডিও তৈরী করবেন কমপক্ষে৫ মিনিটের ভিডিও তৈরী করতে চেষ্টাকরবেন। কারন Long duration এরভিডিও ইউটিউবে রেঙ্ক হয় তাড়াতাড়ি।ভিডিও’র মধ্যে আপনি আপনার সোস্যালপেইজের URL এড করবেন। যেমন, আপনিFacebook Page, Twitter Page,Linkdin Page এর লিংক ব্যবহার করবেন।৫ মিনিটের ভিডিওতে আপনি একবার হলেওSubscribe My Channel for NewVideos এই টাইপের Lower Thirdsব্যবহার করবেন। তাতে আপনার ChannelSubscribe বাড়বে।আর ভিডিওতে যদি আপনি ভয়েস ইউজ নাকরতে পারেন তাহলে YouTube a FreeMusic আছে তা ব্যবহার করবেন কখনওকপিরাইট মিউজিক ব্যবহার করবেন না।আর ভয়েজ ইউজ করা সবচেয়ে ভাল।ইউটিউবের Creator Studio > Create> Audio Library থেকে আপনি ফ্রিমিউজিক ডাউনলোড করে নিতে পারেন।যারা Camtasia Studio সফটওয়্যারব্যবহার করেন। তাদের জন্য Camtasiaফ্রি কিছু মিউজিক দিয়েছে সেগুলো ব্যবহারকরতে পারেন।আজ তাহলে এই পর্যন্তই। পরের পর্বেআমি Video Title, Description andTag নিয়ে আলোচনা করব। কিভাবে আপনিVideo Title, Description and Tagএড করলে সহজেই ভিডিও রেঙ্ক করতেপারবেন।

Total Pageviews