Home »
যৌন বিষয়ক টিপস
» যৌন নির্যাতনের শিকার নারী ভার্চুয়াল রিয়েলিটিতে
যৌন নির্যাতনের শিকার নারী ভার্চুয়াল রিয়েলিটিতে
এন নারীর অভিযোগ, তাকে ভার্চুয়ালরিয়েলিটির মাধ্যমে যৌন হয়রানির করাহয়েছে। খেলার সময় তিনি যখন জম্বিমারছিলেন, তখন এক যৌন বিকৃতিগ্রস্ত মানুষতাকে শ্লীলতাহানির চেষ্টা করেন ভার্চুয়ালরিয়েলিটিতে।ভিআর ভার্জিন প্রথমবারের মতো কুইভিআরনামের এক গেমের মাধ্যমে নতুন এইপ্রযুক্তির পরীক্ষা চালাচ্ছিল। অন্য একলোক ছদ্মনামে গেমটি খেলছিলেন।তিনি ওই নারীকে ভার্চুয়ালি শ্লীলতাহানিকরতে আসেন।ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। তিনি বলেন,গেমটিতে জম্বি ও দানবগুলোকে গুলিকরে মারতে হয়। আমি ওইখেলোয়াড়ের পরই অবস্থান করছিলাম।পরের আক্রমণের জন্য অপেক্ষায়ছিলাম। গঠাৎ করেই দেখলাম ওইখেলোয়ার ভার্চুয়াল রিয়েরিটি থেকে তারহেলমেটটি সরিফে ফেলেন। আমারদিকে ফেরেন এবং দুহ হাত বাড়িয়ে দেন।তিনি আমার গোটা শরীরে হাত বুলাতেথাকেন। কুইভিআর গেমটিতেখেলোয়াড়রা ৩৬০ ডিগ্রি ঘুরে ঘুরেহেঁটে আসা মৃত মানুষগুলোকে মারতেহয়। মধ্যযুগীয় এক দুর্গের মাঝেনিজেকে আবিষ্কার করেন তিনি।এর প্রতিক্রিয়ায় ওই নারী ভার্চুয়ালি তাকেআক্রমণ করেন। তাকে বাধা দেওয়ারচেষ্টা করেন। বলেন, ভার্চুয়াল রিয়েলিটিযে এতটা বাস্তব তা আগে বুঝিনি। ওইগেমে আমাকে মারা হয়। মনে হচ্ছিলসত্যিই মার খাচ্ছিলাম। কিন্তু গেম শুরুর প্রথমতিন মিনিটের মধ্যে ওই লোকটি সবউত্তেজনা নষ্ট করে দিলো। যন্ত্রেরমধ্য দিয়ে তিনি ‘থামো’ বলে চিৎকারকরেন। কিন্তু ভিআর একে ভারী নিঃশ্বাসহিসাবে গণ্য করে।আসলে আমাকে এই পরিস্থিতিতে হাসতেহতো। দারুণ অস্বস্তিকর ও অদ্ভুত পরিস্থিতিছিল। আমাকে সেখানে ধীরস্থির থাকতেহতো। ভার্চুয়াল রিয়েলিটিতে যৌন হয়রানিকরার সময় আমি হাসি ছাড়া আর কি দিতে পারতাম?কিন্তু আমি সেখানে তাকে থামতে বলি। তারথেকে পালানোর চেষ্টাও করি। কিন্তুলোকটি আমাকে ধাওয়া করেন। তিনি আমারবুকে হাত দিয়ে স্পর্শ করতে থাকেন।এক পর্যায়ে সেখানে চাপ দিতে থাকেন।খেলার সময় তা দেখছিলেন আমার স্বামীও দেবর।