Home »
যৌন বিষয়ক টিপস
» মেয়েদের বাসর রাতে ভয় কি নিয়ে?
মেয়েদের বাসর রাতে ভয় কি নিয়ে?
বাসর রাত প্রতিটি মানুষেরজীবনেরই অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।বাসর রাত নিয়ে পুরুষের মাঝেযেমন কাজ করে প্রবল উত্তেজনা,নারীর মাঝে কাজ করে ঠিকতেমনি ভয়। শুধু ভয় বললে কম বলাহবে, ভয়-শঙ্কা-অস্বস্তি সবমিলিয়ে অনেকগুলো অনুভব কাজকরে প্রত্যেক নারীর মাঝেই।কমবেশি প্রতিটি নারীরই যৌনমিলনের ভয়টা থাকেই। বিয়েরসাথে জড়িয়ে আছে যৌনসম্পর্কের বিষয়টা এবং প্রেম করেবিয়ে হোক বা পারিবারিক,অবধারিত ভাবেই বিয়ের রাতে এইবিষয়টি নিয়ে প্রবল ভয় কাজ করেনারীদের মাঝে। কেননা এখনোআমাদের দেশের মেয়েরাসাধারণত বিয়ের আগে ভার্জিনইথাকেন। ফলে নিজের জীবনেরপ্রথম যৌন মিলনের ব্যাপারটিনিয়ে শংকা হওয়াটাইস্বাভাবিক।.প্রথম আরেকজন মানুষের সাথেনিরবিলি জীবন, ঠিক আরেকজনওনা, বর। এতদিন যাকে কেবল দূরথেকেই দেখেছেন, তার সাথেইএখন কাটাতে হবে জীবন। একইকামরায় দুজনে নিরিবিলি জীবন-যাপন করবেন, একসাথে কাটাবেনজীবনের বাকি রাতগুলো। কী হবে,কেমন হবে ইত্যাদি নিয়ে সবনারীই অনেক কিছু চিন্তা করেফেলেন। তাহলে আসুন দেখে নেই.মেয়েরা আসলে কি নিয়ে ভয় করে-# বিয়ের প্রথম রাত বলে কথা,প্রত্যেক নারীই চান এইদিন তাঁকেঅপ্সরার মত দেখতে লাগুক। কেমনদেখাচ্ছে তাঁকে, বরের চোখেভালো লাগছে কিনা ইত্যাদিবিষয় নিয়ে শংকায় ভোগেন প্রায়সব নারী।.# নতুন একটি মানুষের সাথে শুরুহবে পরের দিনটি। লজ্জা, জড়তা,অস্বস্তি সবকিছু মিলিয়ে একটিনতুন জীবনের যাত্রা। নিজেরচিরচেনা জীবনের প্রায় সবকিছুইমেয়েদের ফেলে আসতে হয় বাবারবাড়িতে, নিজের প্রায় সমস্তঅভ্যাসই বিয়ের পর বদলে ফেলতেহয়। পরের দিন সকালটি কেমন হবে,কোন কাজটি কীভাবে করবেনএগুলো নিয়ে দুশ্চিন্তায় ভোগেনপ্রায় সব নারীই।.# কেবল স্বামী তো নন,শ্বশুরবাড়িতে প্রায় সকলেই নতুন।সকলের সাথে মানিয়ে নেয়া,সকলের সাথে সম্পর্ক তৈরি করারপালারি শুরু হয়ে যায় বিয়ের প্রথমরাতটি থেকেই। পরের দিন থেকেইএকেবারে ভিন্ন একটি জীবনেরযাত্রা শুরু। বিয়ের রাতেশ্বশুরবাড়ির প্রায় সবকিছুই নিয়েইভাবতে থাকেন মেয়েরা।.# প্রেমের বিয়ে হোক বাপারিবারিক, যৌন অভিজ্ঞতাআগে থাকুক বা না থাকুক- কোননারীই চান না বিয়ের প্রথমরাতেই গর্ভবতী হয়ে যেতে। কিন্তুপ্রথম রাতেই বরের সাথে বিষয়টিনিয়ে কথা বলা অস্বস্তিকর। তাইবলাই বাহুল্য নার্ভাস হয়ে পড়েননারীরা বিষয়টি নিয়ে।.# জীবনে কখনো পরিবারকে ছেড়েথাকা হয়নি। কীভাবে থাকা হবেসবাইকে ছাড়া? মা-বাবাকেছাড়াতে কীভাবে কাটবে জীবন?ইত্যাদি শঙ্কা সব মেয়েকেইকমবেশি ঘিরে ধরে বিয়ের প্রথমরাতে।