Home »
যৌন বিষয়ক টিপস
» স্বেচ্ছ্বায় বন্ধুর সঙ্গে রাত্রিযাপন অতঃপর গর্ভধারণ দেখেননি।
স্বেচ্ছ্বায় বন্ধুর সঙ্গে রাত্রিযাপন অতঃপর গর্ভধারণ দেখেননি।
মদ্যপ অবস্থায় স্বেচ্ছ্বায় বন্ধুরসঙ্গেরাত্রিযাপন, অতঃপর গর্ভধারণ।স্বেচ্ছ্বায় শয্যাসঙ্গী হয়ে উল্টোবন্ধুকে ফাঁসাতে গিয়ে বন্ধুর বিরুদ্ধেধর্ষণের অভিযোগ এনে নিজেই এখনজেল-হাজতে। রীতিমতো বেকায়দায়পড়তে পড়তে শেষ পর্যন্ত বেঁচে যানবন্ধু। প্রতারণার অভিযোগে এখন টক অবদ্য ইংলান্ডে পরিণত হয়েছেইংলান্ডের ২৫-বছর বয়সী বহুরুপী তরুণীঅ্যাশলিক লোডার।পুলিশ প্রায় একশ’ঘন্টা তদন্তে ব্যয় করে প্রকৃত ঘটনা বেরকরে এনেছেন। বহুরূপী এই তরুণী প্রথমেপুলিশের কাছে অভিযোগ জানায় যেরাস্তার দুজন অপরিচিত ব্যক্তি জোরকরে তাকে ধর্ষণ করেছেন। পরবর্তীতেনিজের বয়ান থেকে পিছপা হয়েলোডার বলেন, তার এক বন্ধু জোর করেতাকে শয্যাসঙ্গী করেছেন।তবে এই নারীর অভিযোগকে মিথ্যাপ্রমাণ করে পুরুষ সঙ্গীর একটি ভিডিও।মোবাইলে ওই রাতের দৃশ্য ভিডিওতেধারণ করেছিলেন লোডারের বন্ধু। আরসেটি দেখিয়েই আদলতে রক্ষা পানবন্ধুটি।বিচার প্রক্রিয়া শেষে প্রতারণারঅভিযোগে ইংল্যান্ডের আদালতলোডারকে ছয় মাসের কারাদণ্ডাদেশদিয়েছে।