Home »
যৌন বিষয়ক টিপস
» নারীদের জানা জরুরী ছেলেদের দেহের যৌনস্পর্শকাতর অংশগুলির
নারীদের জানা জরুরী ছেলেদের দেহের যৌনস্পর্শকাতর অংশগুলির
আমি এখন পর্যন্ত যতগুলো সেক্স গাইডদেখেছি (বেশিরভাগই বিদেশি)সেগুলোর প্রায় সবই মেয়েদের আনন্দনিয়ে লেখা; কিভাবে, কতভাবেছেলেরা তাদের আনন্দ দিতে পারে।সে তুলনায় আমাদের দেশে তো বহুদূরের কথা এমনকি বিদেশেওছেলেদেরকে কিভাবে মেয়েরাযৌনানন্দ দিতে পারে এ বিষয়েলেখার সংখ্যা তুলনামূলকভাবে কম।আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেশুধু ছেলেরাই Aggressive হয়ে সেক্সকরে।এসময় দেখা যায় হয়তোবা মেয়েটিকিছুই করছে না, just বিছানায় দেহএলিয়ে দিয়ে রেখেছে, আর ছেলেটিইযা করার করে মজা লাভ করছে। দুজনেইমনে করে এটার মাঝেই সেক্সেরআনন্দ নিহীত। তাদের অবগতির জন্যজানাচ্ছি যে দুঃখের বিষয় এই যেতারা দুজনের কেউই সেক্সের আসলমজার অর্ধেকও লাভ করে না। ছেলেটিযেমন মেয়েটিকে আদর করে আনন্দলাভ করে তেমনি মেয়েটিও ওকে আদরকরে আনন্দ লাভ করবে না কেন?বেশীরভাগ মেয়েই মনে করেছেলেদের আদর করতে যাওয়ার মানেইতাদের লিঙ্গ চুষতে হবে, যা অনেকেরকাছেই অত্যন্ত ঘৃনার একটি কাজ।কিন্ত এটি ছাড়াও আরো কত উপায়েযে মেয়েটি তার ভালোবাসারছেলেটিকে আদর করতে পারে তাএদেশের মেয়েরা তো দুরের কথাএমনকি বিদেশের অনেক মেয়েরওজানা নেই। বিদেশী মেয়েরা তাওবান্ধবীরা মিলে বিভিন্নইন্টারনেটসহ আরো বিভিন্ন উৎসথেকে এ সম্পর্কে জ্ঞান লাভ করে।কিন্ত এদেশে সেই সুবিধা নেই বললেইচলে। গেল মেয়েদের কথা, কিন্তএদেশে এমনকি বহু ছেলেরও নিজেরদেহের আনন্দের অংশগুলো সম্পর্কেস্পষ্ট ধারনা নেই। তাই ছেলেদেরও এসম্পর্কে জানার অনেক কিছু আছে।নিজেকেই যদি কেউ না চিনল তবে সেঅন্যকে কি করে চিনবে? যে সেক্সেরসময় ছেলে ও মেয়ে উভয়েই প্রত্যক্ষভুমিকা পালন করে সে সেক্সেরআনন্দের কথা ভাষায় বর্ননার চেষ্টাকরার দুঃসাহস আমার নেই। আরযেখানে মেয়েটিই সেক্স শুরুর জন্যছেলেটিকে উত্তেজিত করে তুলতেথাকে অর্থাৎ Seduce করে, সেইসেক্সের আনন্দের কথা তো বাদইদিলাম। আমার এই লেখার প্রধানউৎসর্গ তাই সেই নিজ নিজ সঙ্গীদেরপ্রীতিমুগ্ধ মেয়েদের জন্য যারাতাদের সঙ্গীকে ভালবাসে এবংতাদের আদর করে আনন্দ দেয়ার জন্যউন্মুখ। উল্লেখ্য এই লেখাটি লিখতেগিয়ে আমার ভালোবাসার মানুষটিরব্যক্ত করা আমার প্রতি ওরভালোবাসার অনুভুতিগুলো আমাকেঅনেক সাহায্য করেছে। এছাড়ালেখাটি এভাবে ভালোবাসার পরশমাখিয়ে লেখা আমার পক্ষে সম্ভব হতনা। এজন্য ওর কাছে আমি কৃতজ্ঞ।ছেলেদের ক্ষেত্রেঃ১. চুল ও চুলের গোড়ার ত্বকঃপ্রথমেই এই হেডিং পড়ে আমাকেসবাই পাগল ঠাউরাতে পারেন; বিশেষকরে ছেলেরা বলতে পারে, আরে ধুর!চুল আবার সেক্সী হল কবে থেকে!কিন্ত হ্যা, ছেলেদের চুল ও এর গোড়ারত্বক তাদের অন্যতম একটা স্পর্শকাতরঅংশ। তবে এর জন্য প্রয়োজন বিপরীতলিঙ্গের স্পর্শ। ছেলেদের ঘন চুলমেয়েদের কাছে সরাসরি যদি নাও হয়,অবচেতন মনে বেশ আকর্ষনীয় (যাদেরমাথায় টাক তাদের কাছে ক্ষমা চেয়েনিচ্ছি)একটা ছেলেকে আদর করতেহলে মেয়েটি তার নরম হাত দিয়ে তারচুলে খেলা করে তার মাঝে সূক্ষযৌনানুভুতি জাগিয়ে তুলতে পারে।ছেলেটির চুলের প্রতি আকৃষ্ট হয়েমেয়েটি পরোক্ষভাবে ছেলেটিরপ্রতি তার ভালোবাসার সূক্ষ আবেদনছড়িয়ে দিতে পারে। সেক্সের সময়ছেলেটি মেয়েটিকে আদর করার সময়তার চুল টেনে ধরে মেয়েটি তাকেআরো গভীরভাবে আদরের জন্য উৎসাহদিতে পারে। যেসব ছেলের চুল কম বাটাক তাদের Scalp (চুলের গোড়ার ত্বক)এ মেয়েদের হাত বুলিয়ে দেয়া, চুমুখাওয়া, জিহবা ছোয়া বেশ Arousingহতে পারে। ছাড়া শুধু যৌনতাই নয়ছেলেটি যখন মেয়েটির বুকে মাথাগুজে তার থেকে একটু উষ্ঞভালোবাসার পরশ খুজে, তখন তার চুলেমুখ লুকিয়ে আদর করে মেয়েটিও তারভালোবাসায় সারা দিতে পারে।২. কানঃঅনেক ছেলেরই কান বেশ স্পর্শকাতরএকটি স্থান। কান ও কানেরআশেপাশের অংশগুলোতে রয়েছে বহুস্নায়ুপ্রান্ত। মেয়েরা তাদের তর্জনীআর বৃদ্ধাঙ্গুলি দিয়ে ছেলেদেরকানের মূল অংশ ও লতিতে আস্তেআস্তে বুলিয়ে দিতে পারে। ঠোট ওজিহবা দিয়ে কানের লতিতে, কানেরপেছনের অংশে স্পর্শ করা, লতিতেহাল্কা করে কামড় দেয়া ছেলেদেরজন্য বেশ Arousing. তাছাড়া মেয়েদেরনিশ্বাসের শব্দ, হাল্কা শীৎকারছেলেটির কানে গিয়ে তাকেউত্তেজিত করে তুলতে পারে। তাইমেয়েদের বলছি সেক্সের সময় আপনারমুখ দিয়ে বিভিন্ন আদুরে শব্দ বেরিয়েআসলে তা যেন আটকানোর চেষ্টাকরবেননা। ওর কানে ফিসফিস করেভালোবাসার কথা বলা, তাকে আপনিকোথায় স্পর্শ করতে যাচ্ছেন, তারকোন জিনিসটি আপনি সবচেয়েভালোবাসেন তা বলতে যেন সঙ্কোচকরবেন না।