
আপনি যদি চান আপনার সম্পর্কটি সুস্থ ও সুন্দর হোক, সেক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে আপনাকে। খুব কঠিন কিছু না এগুলো। আমাদের আজকের ফিচার এ বিষয়েই। চলুন জেনে আসা যাক-
যোগাযোগ
যোগাযোগই হচ্ছে একটি সম্পর্ক রক্ষা করার মূলমন্ত্র। এটি ধীরে ধীরে একটি সম্পর্ককে সুস্থ ও সুন্দর করে তোলে। সকলে জানেন না কীভাবে সঠিকভাবে যোগাযোগ করতে হয়। যে সব নারী ও পুরুষ সুস্থ সম্পর্কে অবস্থান করেন তারা প্রতিনিয়ত নিজেদের ভালোবাসার জানান দেন ‘আমি তোমাকে ভালোবাসি’ বলে। শুধু তাই নয়, তারা একে অপরের প্রশংসাও করেন। একে অন্যের দোষ, ত্রুটি, সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন। শুনতে যতোই অবাক লাগুক না কেন, এসব নিয়ে মুক্তমনা হয়ে নিয়মিত আলোচনা করা উচিৎ। তাকে সম্পর্ক স্থায়ী হয়।
সম্মান
আরেথা ফ্র্যাংকলিন এ নিয়ে একটি সম্পূর্ণ গান রচনা করে ফেলেছিলেন। সঙ্গীর প্রতি সম্মান অনেক রূপেই আসতে পারে। সঙ্গীর সময়, হৃদয়, চরিত্র ও বিশ্বাসকে আপন করে নিন এবং ভালোবাসুন। তবেই ধীরে ধীরে সুস্থ ও সুন্দর সম্পর্কে অবতীর্ণ হতে পারবেন।
কোয়ালিটি টাইম অতিবাহিত করুন
সঙ্গীর সঙ্গে আপনি কত ঘণ্টা পার করলেন সেটি কিন্তু মোটেও দেখার বিষয় নয়। যতক্ষণই কাটিয়েছেন, সে সময়টুকু ভালো ছিলো কি না সেটিই দেখবার বিষয়। খাবার টেবিলে বসে টেলিভিশন দেখা এবং সারাদিন কেমন হয়েছে তা নিয়ে গল্প করার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য! আপনিই বিবেচনা করুন, গভীর সম্পর্কের জন্য কোনটি দরকার?
সময়
সঙ্গীর সঙ্গে সময় অতিবাহিত করা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু নিজের সঙ্গেও সমপরিমাণ সময় কাটাতে হবে। নিজের দমে কার্য সম্পাদন করা এবং স্বাধীন থাকা খুব জরুরী। কোন জুটি যখন খুব বেশি সময় একত্রে কাটান তখন সে সম্পর্কের দম বন্ধ অবস্থা তৈরি হয় এবং অসুস্থ হয়ে দাঁড়ায়। এটি অন্যতম প্রধান শর্ত সুস্থ সম্পর্কের।
একটি সুন্দর-স্বাভাবিক সম্পর্ক কেমন হয়?