
কি দরকার ভুলে যাওয়ার ? মনকে কন্ট্রোল করার কোনো ক্ষমতা তো আমাদের হাতে নেই | কিছু ভালবাসার সম্পর্ক আমরা ছেড়ে আসতে বাধ্য হই পরিবেশ পরিস্থিতির কারণে যেখানে বিশ্বাস ভঙ্গের কিছু থাকেনা | যদি তাই হয় তাহলে থাকনা সযতনে মনের কোনো অন্ধ কুঠুরিতে এল হয়ে | আর যদি হয় বিশ্বাস ভঙ্গ বা প্রতারণা তাহলে সেটাওত মনে রাখতে হবে জীবনে চলার পথে কাজে লাগার জন্য |
ভুলে যাওয়াটা নিতান্ত ই মন মানসিকতার বেপার...কাছের কেউ দুরে চলে গেলে তাকে খুব বেশি মিস করব এটাই সাভাবিক... আর আপনি যখন কাউকে ইচ্ছে করে ভুলে যেতে চাইবেন তখন দেখবেন কাজটা অনেক কঠিন হয়ে গেছে.... আপনি যে কাজ করছেন তা মনোযোগ দিয়ে করতে থাকুন...কাজের মধ্যে থাকলে অনেকটা সময় ই তাকে ভুলে থাকতে পারবেন...ভাগ্যকে দোষারোপ করেন...নিজেকে সান্তনা দিন যে আরো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে...নিজের জীবন নিজের মত করে সাজিয়ে নিন....বন্ধু,আড্ডা,নিজের বেস্ততা সবকিছুকে উপভোগ করুন...দেখবেন সময়ের সাথে আবেগ অনেকটা ই কমে এসেছে...একটা সময় আসবে যখন মাঝে মাঝে মনে পর্বে কিন্তু আগের মত আর ফীল করবেন না... এটা একান্ত ই আমার বেক্তিগত মতামত,আপনার নিজস্ষ ধান ধারণা ও থাকতে পারে, তা ও এপলাই করতে পারেন...