Home »
প্রশ্ন ও উত্তর
» রুবিক্স কিউব মেলানোর উপায়?
রুবিক্স কিউব মেলানোর উপায়?
আপনি যেভাবে কিউব মেলাতে পারেন,তা নিচে দেওয়া হল। ১।প্রথমে যেকোনো একটা মুল রং ধরে তার একটা প্লাস তৈরি করুন।এমন এটা তৈরি করতে হবে যাতে ঐ প্লাসে থাকা রংয়ের সাথে থাকা রংয়ের সাথে তার নিচের রংটা মিলে যায়। ২।তারপর মুল রংয়ের কর্নার গুলো এমন ভাবে মিল করতে হবে যাতে প্রথম লেয়ার মিলে যায়। ৩।তারপর যেকোনো রংয়ের একটা T তৈরি করুন।তারপর এই সুত্র:D'LDL'DF'D'F ৪।এভাবে দ্বিতীয় লেয়ার মিল করুন। ৫।তারপর মুল রংয়ের বিপরীতে চলে যান।সেখানে যদি উল্টো বড হাতের এল থাকে তবে এই সুত্র:FURU'R'F'।আর যদি মাছের মত থাকে ছোট হাতের এল থাকে তাও এই সুত্র।আবার মাছের মত থাকলে এই সুত্র:RUR'URUUR' এবার বিপরিত রং মিলে যাবে।তারপর এমনি এই সুত্র:R'FR'BBRF'R'BBRR তারপর দেখবেন ৩টি রং মিলে গেছে যেটা মিলেছে তার বিপরিতে এই সুত্র:FFULR'FFL'RU'FF দেখবেন মিলে গেছে। না বুঝলে মন্তব্য করবেন।