বা আমার বাবা বা মায়ের নাম বা কোন তথ্য একই কিন্তু
NID কার্ডে ভিন্ন
আমার শিক্ষা জীবনে সকল কাগজ পত্রে আমার
বা আমার বাবা বা মায়ের নাম বা কোন তথ্য একই কিন্তু
NID কার্ডে ভিন্ন।
এতে কি কি সমস্যা হতে পারে ? সমাধানের উপায় কি ?
জবাবঃ আপনার শিক্ষা সংক্রান্ত সনদ ও NID কার্ডে
তথ্যের ভিন্নতা থাকলে আপনার চাকরীর ক্ষেত্রে দারুন
সমস্যা হতে পারে।বিশেষ করে সরকারি চাকরির
ক্ষেত্রে।কারণ ছোট্ট ১টা ভুলের কারনে সনদ পত্র বা NID
কার্ডের অর্থ ভিন্ন হয়ে যাবে।
সমাধানঃ nidwডটgovডটbdডট
ফরম ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন। উক্ত ফরম পূরণ
করে আপনার জন্ম নিবন্ধ ও সার্টিফিকেটের কপি
সত্যায়িত করে ফরমের সাথে যুক্ত করবেন। সোনালী
ব্যাংকে ৩৫০ টাকা জমা দিবেন।টাকা জমার চালান ও
কাগজ পত্র সহ আপনার মূল জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট
কার্ডের কপি আপনার জেলার আঞ্চলিক নির্বাচন
কমিশন অফিস বা শাখাতে জমা দিবেন।আপনার কার্ডটি
সংশোধন হয়ে আসবে।
মনে রাখবেন, যদি আপনি প্লাস্টিক কপি এনালগ NID
জমা দেন তবে আপনাকে সংশোধিত নতুন একটি কপি
দিবে।
আর যদি আপনি স্মার্ট কার্ড দিয়ে থাকেন তবে
আপনাকে আপনার স্মার্ট কার্ডতো ফেরত দিবেই সাথে
১টা প্লাষ্টিক কার্ড দিবে। আপনার NID তে যে ভুলটা
উহ্য ছিল তা উহ্যই থাকবে।তবে আপনার ডেটা সঠিক
থাকবে।আপনার ফটোকপি ইত্যাদি সুবিধার্থে আপনাকে
১টা প্লাস্টিক কপি দিবে যেখানে সকল তথ্য সঠিক উহ্য
থাকিবে।
সংশোধন হতে সময় লাগতে পারে ৩ মাস।