বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৩ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
১৪. পানিকে তাপ দিলে প্রথমে তা গরম হয় এবং ফুটতে থাকে। এরপরও তাপ দিলে তা কিসে পরিণত হয়?
ক. কুয়াশায় খ. জলীয় বাষ্পে গ. শিশিরে ঘ. বরফে
১৫. বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে কিসে পরিণত হয়?
ক. তরল বাষ্পে খ. জলীয় বাষ্পে
গ. অস্বচ্ছ পানিতে ঘ. স্বচ্ছ পানিতে
১৬. তুমি ফ্রিজ থেকে কোল্ড ড্রিংকস বের করে একটি গ্লাসে ঢেলে কিছুক্ষণ রেখে দিলে। এতে গ্লাসের বাইরের গায়ে পানির কণা গ্লাসটিকে আবছা করে দিল। এর জন্য দায়ী কোনটি?
ক. তরল বাষ্প খ. জলীয় বাষ্প গ. অস্বচ্ছ পানি ঘ. স্বচ্ছ পানি
১৭. তুষা একটি কাচের গ্লাসে কয়েক টুকরা বরফ রেখে দিল। কিছুক্ষণ পর কী ঘটবে?
ক. গ্লাসটি ফেটে যবে খ. গ্লাসটি ঠান্ডা হবে
গ. গ্লাসের বাইরে বরফ তৈরি হবে ঘ.বরফ গলবে না।
১৮. কখনো কখনো শিলাবৃষ্টি হয়। এ ধরনের বৃষ্টির কারণ কোনটি?
ক. মেঘের পানির কণা খুব উত্তপ্ত হয়ে যাওয়া
খ. মেঘের পরিবর্তে বরফ নামে
গ. মেঘের পানির সঙ্গে বরফ মেশানো হয়
ঘ. মেঘের পানির কণা খুব ঠান্ডা হয়ে যাওয়া
১৯. আমরা আকাশে মেঘ দেখি। এগুলো আসলে কী?
ক. বরফখণ্ড খ. ক্ষুদ্র পানিকণা গ. সাদা ধোঁয়া ঘ. বাতাস
২০. জলীয় পাষ্প বায়ুমণ্ডলের ওপরের দিকে উঠে ঠান্ডা হয়ে যায়। তারপরে এটি কিসে পরিণত হয়?
ক. বাষ্পকণা খ. ক্ষুদ্র পানিকণা গ. বরফকণা ঘ. বরফখণ্ড
২১. নদ-নদী, খাল-বিল, পুকুর ও সমুদ্রে পানি থাকে। এ পানিকে জলীয় বাষ্পে পরিণত করে কোনটি?
ক. মানুষ খ. সূর্যতাপ গ. বায়ু ঘ. আলো
২২. তানিসা জানালা দিয়ে দেখল, আকাশে ঘন মেঘ করেছে। এই মেঘের সৃষ্টি কোনটি থেকে?
ক. হাইড্রোজেন খ. অক্সিজেন
গ. জলীয় বাষ্প ঘ. নাইট্রোজেন
২৩. শিক্ষক ক্লাসে একটি প্রক্রিয়া নিয়ে আলোচনা করছেন, যেটি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে চক্রাকারে আবর্তিত হয়। শিক্ষকের আলোচিত প্রক্রিয়াটির নাম কী?
ক. বাষ্পচক্র খ. খাদ্যচক্র গ. বায়ুচক্র ঘ. পানিচক্র
২৪. পানিদূষণের জন্য নিচের কোন গ্রুপের কারণগুলো দায়ী?
ক. মলমূত্র, গৃহপালিত পশু ও ইটভাটা
খ. সিগারেটের ধোঁয়া, শিল্পপ্রতিষ্ঠান ও কয়লা
গ. পশু, পাখি ও ইটভাটার কালো ধোঁয়া
ঘ. সার, কীটনাশক ও রাসায়নিক পদার্থ।
২৫. পানিদূষণ প্রতিরোধের উপায় কোনটি?
ক. পুকুরের পানিতে চিপসের প্যাকেট ফেলা
খ. পানিতে গরু-মহিষ গোসল করানো
গ. জমিতে সার বা কীটনাশক কম ব্যবহার
ঘ. গৃহস্থালির ময়লা পানিতে ফেলা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-৩
১৪. খ ১৫. ঘ ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. খ ২০. খ ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. ঘ ২৫. গ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
Home »
PSC Exam Suggesstions
» ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান - Question 7