২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান - 114

অধ্যায়-৪
৪৬. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর
ফলে কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য
ক্ষতিকর গ্যাস বাতাসে ছড়ায়। ফলে
পৃথিবীর কী বৃদ্ধি পায়?
ক. বৃষ্টিপাত খ. বায়ুপ্রবাহ
গ. অক্সিজেন ঘ. উষ্ণতা
৪৭. রান্নার চুলা থেকে উত্পন্ন হওয়া
নিচের কোন গ্যাসটি বিষাক্ত?
ক. কার্বন ডাই-অক্সাইড খ. কার্বন
মনোক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. অক্সিজেন
৪৮. ইউরিয়া সার প্রস্তুতিতে কোনটি
ব্যবহার করা হয়?
ক. হাইড্রোজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. অক্সিজেন
৪৯. দূষিত বায়ুর প্রভাবে মানুষের কোন
রোগটি হয়?
ক. আমাশয় খ. হাঁপানি
গ. কলেরা ঘ. টাইফয়েড
৫০. ইটের ভাটায় ইট পোড়ালে
বায়ুতে কোন গ্যাসটি বাড়ে?
ক. কার্বন ডাই-অক্সাইড খ. নিয়ন
গ. নাইট্রোজেন ঘ. অক্সিজেন
৫১. কলকারখানার ধোঁয়ায় নিচের
কোনটি থাকে।
ক. জলীয় বাষ্প খ. কার্বন মনোক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. অক্সিজেন
৫২. বায়ুর স্বাভাবিক উপাদান
পরিবর্তন হওয়াকে কী বলে?
ক. বায়ুশোধন খ. বায়ুপ্রবাহ
গ. বায়ুদূষণ ঘ. বায়ুচাপ
অধ্যায়-৫
১. নিচের কোনটি যান্ত্রিক শক্তি?
ক. খাবার খ. চুলার আগুন
গ. জ্বালানি তেল ঘ. বায়ুপ্রবাহ
২. উদ্ভিদ খাদ্য তৈরিতে কোন
শক্তিটি ব্যবহার করে?
ক. বিদ্যুত্ খ. তাপ গ. আলো ঘ. শব্দ
৩. খাদ্যে নিচের কোন শক্তিটি
থাকে?
ক. আলোকশক্তি খ. তাপশক্তি
গ. যান্ত্রিক শক্তি ঘ. রাসায়নিক
শক্তি
৪. আমরা যে খাবার খাই তার মধ্যে
কী থাকে?
ক. আলো খ. বিদ্যুত্ গ. রং ঘ. শক্তি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
প্রাথমিক বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৪
৪৬. ঘ ৪৭. খ ৪৮. খ ৪৯. খ ৫০. ক ৫১. খ ৫২. গ
AaÅvq-5
১. ঘ ২. খ ৩. ঘ ৪. ঘ
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা

Total Pageviews