কাজী নজরুল যদি বেঁচে থাকতেন
তাহলে তিনি হতভাগ্য এই
বাংলাদেশের বর্তমান আবস্থা
দেখে কবিতার এমনটাই লিখতেন
চল চল চল,
উর্দ্ধ মহলে চোরের দল,
খাটিয়ে প্রভাব খাটিয়ে দল
দেশের ১২ টা বাজিয়ে চল,
চলরে চলরে চল,
চল চল চল।
দেশের কপালে হানী আঘাত
জনতা খাবে পান্তা ভাত
আখের গোছায় নেতার হাত
দেশ সেবাতে ছল,
চলরে চলরে চল,
চল চল চল। বিডিলাভ২৪.কম
গরিবের লাগি গাহিয়া গান
দেশ বানাবো মহা শশ্বান
দেশ করিব দুর্বল,
চলরে চলরে চল,
চল চল চল।
বুবুরা এখন বিড়াল পোষে,
যাকে খুশি তাকে দোষেন
থলের বিড়াল বেরিয়ে গেলে
উপাই কি আর বল,
চলরে চলরে চল,
চল চল চল।
বিডিলাভ২৪.কম
ডিজিটাল বাংলাদেশে,
নির্বাচন নাটকে
অংশ নিয়ে বুবুরা এখনপুলিশ পোষেন
চলরে চলরে চল,
চল চল চল।
সূর্যের চেয়ে বালি গরম
ইহাই সত্য ইহাই পরম
খালি পায়ে বালির উপরে
আম জনতার ঢল। বিডিলাভ২৪.কম