হযরত ইমাম গাজ্জালী (রহঃ) বলেন,
চার
ধরনের
মেয়ে বিয়ে করলে সংসারে সুখ
হবেনা।
.
১নং "আহেরা" :-
আহেরা হল তারা,যারা রূপের চর্চা
করে মানুষ
কে
দেখানুর জন্য।এই জাতীয় মেয়ে
যারা বিয়ে
করবে তাদের সংসারে সুখ হবেনা।
.
২নং "নাদিছা" :-
নাদিছা তাদের বলা হয়, যারা শুধু
রূপের
চর্চা করেনা
বরংরূপের অহংকার করে। বললে
বুঝতে পারবেন
।
চামড়া একটু ফর্সা, তাদের পাশে
যদি কাল
মেয়ে যায়,
তাকে মেয়েই মনে করে না। এত
অহংকার
ওদের
মনে। এদের বিয়ে করলে সংসারে
সুখ হবেনা।
.
৩নং "মুত্তালিহা" :-
মুত্তালিহা বিশ্লেষণ করতে গেলে
আগে তাদের
পরিচয় দেয়া লাগবে।
# স্ত্রীদের মধ্যে ২টা ভাগ আছে....
১. যারা বলে তুমি আমায় কি
দিয়েছো...?
২. আমি বলেই তোমার ভাত
খাচ্ছি......!
তারা স্বামীর অবাধ্য হয়, স্বামীকে
খোটা
দেয় ।
কারো বুঝতে বাকি আছে ভাই, এ
জাতীয় মেয়ে
দ্বারা কখনও সংসারে সুখ আসতে
পারেনা।
.
৪নং "মুবারিয়া" :-
মুবারিয়া হল তারা, যারা স্বামী
থাকলে ভাল
আর স্বামী না
থাকলে আরো ভালো । স্বামীর
ইজ্জত মান সব গেল। তারা
বেহায়াপনা
বেপর্দায়
চলাফেরা করে। এ জাতীয়
মেয়েরা সংসারের
গদিতে আগুন জ্বালায় একসাথে...!
.
এই সমস্ত মহিলাদের থেকে মহান
আল্লাহ পাক
আমাকে এবং আপনাদের সবাই কে
হিফাযত করুন
এবং
নেক স্ত্রী দান করে দুনিয়া ও
আখিরাতে
কামিয়াবী
করুন।
.
আমীন!!!!!!
Home »
Islamic Story amp; Hadis
» চার ধরনের মেয়ে বিয়ে করলে সংসারে সুখ হবেনা।