বাবা দুইডা ভিক্ষা দিয়া যাও বাবা।।। - দাদি কি হইছে? -কয়ডা টেহা দেও বাবা।।

বাবা দুইডা ভিক্ষা দিয়া যাও বাবা।।। - দাদি কি হইছে?
-কয়ডা টেহা দেও বাবা।। -রোজা রাখছেন আপনে? -না।
সকালে কিছু খাইতে পারি নাই। -তো এভাবে শুয়ে আছেন
কেন রস্তার মাঝে?? -আমার শরিল ডা ভালা না।।। কিছু
খাই নাই কালক দুপুর থেইক্কা। - এটা কোন কথা হলো।
চলেন কিছু খেয়ে আসেন - আমার কাছে তো টেহা নাই। -
আরে টাকা লাগব না। আপনে উঠেন। এ কি আপনার পায়ে
কি হইছে?? হ্যা? আচ্ছা দেখি আমাকে ধরেন আগে
হোটেলে যাই।।। -- -- অই মামা ৩ টা রুটি দেন তো। -এই
লোন।ডাইল ভাজি নাকি ডিম??? অই বেডি তুমি আবার
এনে বইয়া রইছ কেন? পরে আইস এখন যাও। -আপনি তার
সাথে এভাবে কথা বলতাছেন কেন? উনি তো আপনার
মায়ের মায়ের মত।রুটি উনার জন্যই বলছি।আর ডাল ভাজি
ই দেন।।।। - ভাই কি করমু।ডেইলি কত যে ফকির আহে।
আচ্ছা আন্তাছি -- -- -দাদি কিছু মনে কইরেন না।আসলে
বেশি টাকা নাই ত তাই ডিম দিতে পারলাম না। আর
আপনার পায়ে কি হইছে?? -...... -আরে কানতেছেন কেন? -
আমার জমাই টা মারা যাওনের পর আমার পোলা আমারে
খাওয়াইত। পোলাডারেও আল্লাহ লইয়া গেল। আমার ত
কেও নাই তাই এক বাড়িতে কাম লইছিলাম। বাড়ির ফ্যান
মুছতে গিয়া পইড়া ঠ্যাঙ এ বাথা পাইছি। এর পরেত্তে
আমি আর কাম ও করবার পারি না।ভিক্ষা কইরা খাই। -
তো কেও মাঝে মাঝে তোমারে খাওয়ায় না? -এত কিছু
কি আর কেও করব! সবাই ২ টেহা ১ টেহা কইরা দিয়া যায়।
-দাদি এই নেও ৫ টাকা। আর এই রুটির টাকা আমি
দিতাছি। আর আমারে ত আর সবসময় পাইবা না তাই যখন
খিদা লাগবে তখন মানুষ কে বলবা। কেও না কেও ত
তোমাকে খাওয়াবে। ঠিকাছে!!!!! আমি যাচ্ছি আপনি
আস্তে আস্তে খান। যে কথোপকথন টি পড়লেন সেটি
কোন গল্প নয়।একটা বাস্তব চিত্র। আমাদের আশেপাশেই
এমন অনেকে আছেন যাদের আমরা কাছ থেকে খেয়াল
করি না অথচ তারা মুখ ফুটে কিছু বলতেও পারে না।
আমাদের কি উচিত না এমন মানুষ দের একটু কথা বের করে
তাদের সাথে কিছুক্ষন মিশে যাওয়া। তা না হলে আমরা
মনুষ্যত্ব পেলাম কোথায় যেখানে মনুষ্যত্ব এর মানুষ
মাটিতে শুয়ে কাতরাতে থাকে!!! মাসে বা বছরে একবার
হলেও তাদের জন্য কিছু করি ,মানুষ্টির কাছে নায়ক হয়ে
থাকবেন আজীবন আর বুঝতেও পারবেন ভালো লাগা কি
জিনিস

Total Pageviews