গানের সঙ্গে উপদেশ ফ্রি !

গানের সঙ্গে উপদেশ ফ্রি !

গান : নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি
একা...।
উপদেশ : দিনকাল ভালো না। রাস্তায় একা চলতে
গিয়ে ছিনতাইকারীর খপ্পরে পড়তে পারেন।
~
গান : তোমার জন্য মরতে পারি ও সুন্দরী...।
উপদেশ : মরতে যদি শখ হয়, তবে দেশ ও
দশের জন্য মরুন। ঘরের খেয়ে পরের
মেয়ের জন্য জীবন দিয়ে লাভ নেই।
বিডিলাভ২৪.কম
~
গান : আমি বারো মাস তোমায় ভালোবাসি...।
উপদেশ : মাঝেমধ্যে একটু বিশ্রাম নেবেন।
নয়তো একটানা ভালোবাসতে বাসতে ক্লান্ত হয়ে
পড়তে পারেন।
~
গান : যেও না সাথী...ও...ও...ও...।
উপদেশ : ডাকাডাকি না করে যেতে দিন। যুক্তিবিদ্যার
সূত্র মতে, সে যদি আপনাকে ভালোবাসে, তবে
অবশ্যই ফিরে আসবে। আর যদি ফিরে না আসে,
বুঝবেন সে আসলে কখনোই আপনার ছিল না।
~
গান : আমি এত যে তোমাকে বেসেছি ভালো...।
উপদেশ : এত উদার হবেন না। একটু মেপে এবং
চেপে ভালোবাসুন। মনে রাখবেন, অতিরিক্ত
কোনো কিছুই ভালো না।
~
গান : চুরি করেছ আমার মনটা...।
উপদেশ : গান বন্ধ করুন। আগে থানায় গিয়ে মামলা
করে আসুন।
~
গান : আমার লাইন হইয়া যায় আঁকাবাঁকা, ভালো না হাতের
লেখা...।
উপদেশ : হাতের লেখা খারাপ বলে একদম মন খারাপ
করবেন না। চালিয়ে যান, ভবিষ্যতে নিশ্চিত ডাক্তার
হতে পারবেন।
সংগ্রহ: কালের_কন্ঠ

Total Pageviews