প্রেম-ভালোবাসার ক্ষেত্রে পুরুষদের কাছে যৌনতা খুবই
গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু এমন কিছু বিষয় আছে যা
নারীদের কাছে যৌনসুখের চাইতেও অনেক বেশিৃ
গুরুত্বপূর্ণ। কেবল যৌন সুখ নয়, নিজেদের একান্ত সম্পর্কে
পছন্দের পুরুষের কাছ থেকে এই বিষয়গুলোও আশা করেন
নারীরা। কী করলে আপনার সঙ্গিনী খুশি হবেন, তারই
কিছু সহজপাঠ দিলামৃ
আমরা। ব্যক্তিবিশেষে এই চাহিদার রকমফের হলেও
দেখা গিয়েছে কমবেশি এই ব্যবহারই কামনা করেন
অধিকাংশ নারী।
* যার মধ্যে প্রথমেই রয়েছে আলতো চুম্বন। জোর করে নয়,
দুপক্ষের সম্মতিতেই এই চুম্বন হওয়া বাঞ্ছনীয়।
Ads by Google
Ad covers the page
Stop seeing this ad
*দ্বিতীয়ত, স্পর্শ। পোশাকি ভাষায় যাকে বলে গুড টাচ
*তৃতীয়ত, গভীর আলিঙ্গন। যাতে থাকবে সারাজীবন
পাশে থাকার ইঙ্গিত। এই বিষয়গুলি নারীদের কাছে
যৌনতার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।চতুর্থত, যৌন
মিলনের পর গভীর আলিঙ্গনে পরস্পরকে জড়িয়ে
ঘুমোনোটাও অধিকাংশ নারীই পছন্দ করেন।
একান্ত মুহূর্তে আবেগঘন প্রশংসা নারীদের খুবই প্রিয়।
পাশাপাশি হাত ধরে হাঁটা, উপহার, বিশেষ মুহূর্তে
“ভালোবাসি মজার খুনসুটি, মজার কোন ইঙ্গিত ইত্যাদি
ব্যাপারগুলো নারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
Home »
যৌন বিষয়ক টিপস
» সহবাসের চেয়েও যে জিনিস মেয়েরা বেশি পছন্দ করে ছেলেদের জানা জরুরী!