এক বাচ্চা ছেলে আর এক বাচ্চা মেয়ে
খেলছিল...
ছেলের কাছে মার্বেল ছিল,আর মেয়ের
কাছে ছিল কিছু চকলেট!
ছেলেটি মেয়েকে বলল "তুমি যদি তোমার সব
চকলেট আমাকে দাও তাহলে আমি আমার সব
মার্বেল তোমাকে দেব"
... ... মেয়ে রাজি হল।
ছেলেটি সবচে সুন্দর একটা মার্বেল আলাদা
করে রেখে বাকিগুলো মেয়েটিকে দিয়ে
দিল।
অন্যদিকে মেয়েটি তার সবগুলো চকলেট ই
ছেলেকে দিল!
রাতের বেলাতে মেয়েটি শান্তিতে ঘুমাল
কিন্তু ছেলেটি শুধু চিন্তা করলো
মেয়েটিও কি তার মার্বেল এর মত কিছু
চকলেট আলাদা করে রেখেছে??
মরাল হচ্ছেঃ আপনি যদি ভালবাসাতে
আপনার ১০০% না দেন তাহলে
সব সময় সন্দেহে ভুগবেন,
অন্যজন কি তার ১০০% দিচ্ছে !!!!
তাই যাই করেন ১০০% দিতে চেষ্টা করেন আর
শান্তিতে ঘুমান !!!!
Home »
ভালবাসার গল্প - Bangla Love Story
» ভালবাসাতে আপনার ১০০% না দেন তাহলে সব সময় সন্দেহে ভুগবেন,