(রং নাম্বারের গল্প)
অপরিচিত নাম্বার থেকে
মিমের ফোনে কল আসে। -
হ্যালো,কে বলছেন?-
আপনি কেমন আছেন?-
আমি ভালো আছি,কিন্তু আপনি
কে?-
আমি আপনার বয়ফ্রেন্ড,
কি বলছেন এসব,আমি আপনাকে চিনি না,-
সমস্যা নাই চিনে নিবেন।-
ওই মিষ্টার বয়ফ্রেন্ড,
আমার বিয়ে ঠিক হয়ে
গেছে।-
ও তাতে কি,বিয়ে তো হয়নি, চলো না আমরা
পালিয়ে
বিয়ে করি।-
ইশ্,শখ কত,আমি আপনাকে
চিনি না,
আর আপনার সাথে পালিয়ে
যাবো। এভাবেই আলাপ চলতে থাকে
মিম আর অভির,
আস্তে আস্তে ভালোলাগা,
তারপর ভালোবাসা,
কিন্তু কেউ কাওকে দেখেনি।
আস্তে আস্তে মিমের বিয়ের দিন এগিয়ে
আসে,
আজ বিয়ে তার,
মেয়েটা অনেক কাঁদছে আজ,
সে কি ঠকেছে ঐ রং
নাম্বারে প্রেম করে,
এদিকে অভির নাম্বারও বন্ধ,
বর চলে এসেছে,বিয়েও হয়ে
গেছে।
বাসর রাত,
মিমের বর ঘরে ঢুকেই দেখে
মিম কাঁদছে।- কি হয়েছে তোমার,কাঁদছো
কেন?
মিম কান্না সহ্য না করতে
পেরে
সব বলে দিল তার বরকে
রং নাম্বারে প্রেমের কথা, শুনে তার বর খুব
হাসতে
লাগলো।-
আপনি হাসছেন কেন?
মোবাইলটা মিমকে দেখিয়ে
বলল-
দেখতো,নাম্বারটাঠিক আছে কি না?-
(চমকে)আরে এটা তো অভির
নাম্বার?-
হ্যা,সেই অভিই হলাম আমি,
তোমার বর,তোমাকে
সারপ্রাইজ দিলাম, মিম অভিকে কয়েকটা
কিল
ঘুষি মেরে
তাকে জড়িয়ে ধরে বলল,
অনেক ভালোবাসি তোমায়।-
আমিও যে অনেক ভালোবাসি
আমার জান পাখিটারে.... তারপর কপালে
একটা
চুমু দিয়ে..
এটাই ভালবাসা আর
সত্যিকারের ভালবাসা
এমনই হয়...
Home »
ভালবাসার গল্প - Bangla Love Story
» মিম অভিকে কয়েকটা কিল ঘুষি মেরে তাকে জড়িয়ে ধরে বলল