নিম ও হলুদ একই সঙ্গে বেটে। গা সারা গায়ে মাখলে কি উপকার হবে?

শরীরের যত্নে ও ত্বকের সৌন্দর্য চর্চায় নিম পাতার উপকারিতা আমরা কমবেশি সবাই জানি। আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে- “যে বাড়িতে নিম গাছ থাকে সেই বাড়িতে একজন ডাক্তার বাস করে।” মানুষের চুল, শরীর ও ত্বক – এ সমস্ত কিছু সুন্দর ও সুস্থ রাখতে নিম পাতা ও কাঁচা হলুদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এতে শরিরের রঙ উজ্জ্বল ও ফর্সা
করতে সাহায্য করবে।
ত্বকেরর চর্ম রোগ প্রতিরোধ করবে
গায়ে থেকে থাকলে তা দুর হবে।
শরিরের দাগ বলিরেখার মতো
সমস্যা দূর হবে। গায়ের দুর্গন্ধ দুর
করে সুঘ্রান আনয়ণ করে।
শরিরের ত্বকের জন্য এন্টিব্যাক্টিরিয়াল
হিসেবে কাজ করে।

Total Pageviews