জিপি সিমে ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট। মেয়াদ ৭ দিন।

আসসালামুআলাইকুম……সকলে আশা করি ভালো আছেন।তো আজকের পোষ্টটি শুরু করি।জিপি সিম দিচ্ছে ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট।অনেকে হয়তো জানেন।যারা জানেন না তাদের জন্য আমার এই পোষ্ট।তবে যারা নতুন সিম কিনেই প্রথমে ৩৪ টাকা রিচার্জ করেছিলেন তারা সবাই এই অফারটি নিতে পারবেন।প্রথমে যারা ৫৪ টাকা রিচার্জ করেছিলেন তারা পাবেন না।আর প্রতিমাসে ১ বার করে অফারটি নেওয়া যাবে।সর্বমোট ৪_৫ বার নেওয়া যাবে।অফারটি নিতে হলে ডায়াল করতে হবে *121*19#মেয়াদ থাকছে ৭ দিন।দিন_ রাত ২৪ ঘন্টা ব্যবহারের জন্য।পোষ্টটি ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।হয়তো তারাও উপকৃত হবে।আজ এ পর্যন্তই।

Total Pageviews