Home »
Enter tag here
,
Islamic Story amp; Hadis
,
ভালবাসার গল্প - Bangla Love Story
» বিয়ের পর স্ত্রীর মাথায় হাত রেখে স্বামীকে যে দোয়া পড়তে হয়
বিয়ের পর স্ত্রীর মাথায় হাত রেখে স্বামীকে যে দোয়া পড়তে হয়
বিয়ের পর স্বামীর জন্যকরণীয় হলো- বাসরের সময় বা তার আগেস্বামী তার উভয় হাত স্ত্রীর মাথার সামনেরদিকে (কপালে) রাখবে। অতঃপর আল্লাহতাআলার শুকরিয়া জ্ঞাপন করে উভয়ের জন্যবরকতের দোয়া করবে। রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে তা বর্ণনাকরেছেন।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,‘তোমাদের কেউ যখন কোনোমহিলাকে বিয়ে করবে, সে যেন তার কপালধরে এবং আল্লাহ তাআলার নাম পড়ে এবংবরকতের দোয়া করে। আর সে যেনবলে-উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরিহাওয়া খাইরিমা ঝাবালতাহা আ’লাইহি; ওয়া আউজুবিকা মিনসাররিহা ওয়া সাররিমা ঝাবালতাহা আলাইহি।অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে তারকল্যাণ ও যে কল্যাণের ওপর তাকে সৃষ্টিকরেছেন, তা প্রার্থনা করছি। আর তারঅমঙ্গল ও যে অমঙ্গলের ওপর তাকে সৃষ্টিকরেছেন -তা থেকে আপনার কাছেআশ্রয় প্রার্থনা করছি।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নববিবাহিতস্বামীদের তাদের স্ত্রীদের মাথায় হাতরেখে এ দোয়ার মাধ্যমে দাম্পত্যজীবনের সুখ-শান্তি ও মঙ্গল কামনায় দোয়াকরে হাদিসের ওপর আমল করার তাওফিক দানকরুন। আমিন।