গরম পানি পড়ে শরীর পুড়ে গেলে তাৎক্ষণিক করণীয় কী?

গরম পানি পড়ে শরীর পুড়ে গেলে যত দ্রুত সম্ভব আক্রান্ত স্থানে পরিষ্কার ও ঠাণ্ডা পানি ঢালতে হবে। অতঃপর উক্ত স্থানে সিল্কক্রিম লাগালে ভালো ফলাফল পাওয়া যাবে। পোড়া জায়গায় অ্যান্টিবায়োটিক ক্রিমও ব্যবহার করা যেতে পারে। পোড়ার পরিমাণ বেশি হলে নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

Total Pageviews