প্রেমে সফল হওয়ার প্রাথমিক টিপস

আমরা কথায় কথায় বলি- প্রেম মানে না,জাত-কূল মান, ধর্ম-বর্ণ ও বয়সেরফারাক। কিন্তু শতকরা কতজন তাদেরপ্রেমে সফল হয়েছে, আর কতজনব্যর্থ সে হিসাব কারো কাছে আছেকী? যদিও বলা হচ্ছে বয়স প্রেমেরজন্য কোনো ফ্যাক্টর না, তারপরওকৈশোর পেরুনোর সময়, তারুণ্যেরআবেগময় দিনগুলোতেই সাধারণতপ্রেমে পড়ার গড় হার সবচেয়েবেশি। তার মানে যে অন্য বয়সেপ্রেম মানা, কিংবা কেউ প্রেমে পড়েনা তেমনটিও নয়!গবেষণায় দেখা গেছে, ধর্ম-বর্ণনির্বিশেষে যেকোনো প্রেমেসফল হওয়ার জন্য নারী কিংবা পুরুষেরভেতরে কতগুলো কমন বিষয় থাকাউচিত। কিংবা এভাবে বলা যায়, কিছু বিষয়েসচেতন হলে প্রেমে সাফল্যমেলে!ক. যদিও শারীরিক সৌন্দর্য্যের প্রতিমানুষের খুব বেশি হাত নেই, প্রকৃতিইকারো শরীরের রঙ কালো, কালোফর্সা করে পাঠান। কিন্তু তারপরওসচেতনতা ও পরিস্কার-পরিচ্ছন্নতারমাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করা সম্ভব। আর একথা তো ঠিক সুন্দরে পুজারী সবাই।খ. প্রতিদিন নিয়মিত গোসল করা, সাবান ওপ্রসাধনী ব্যবহারের প্রতিও দৃষ্টি দিতেহবে। যে পোশাকই ব্যবহার করুন, তাযেন রুচিসম্মত ও পরিস্কার হয়।সেদিকে বিশেষ খেয়াল রাখতেহবে।গ. সকালে ও রাতে দাঁত পরিস্কার করলেমুখে দুর্গন্ধ হয় না। এ ক্ষেত্রেকার্পণ্য করা যাবে না। তারপরও যদি মুখেকোনো ধরনের খারাপ গন্ধেরসন্ধান মেলে, তবে নিয়মিত মাউথ ওয়াশব্যবহার করতে হবে। এতেও প্রতিকারনা মিললে অবশ্যই চিকিৎসকের শরণাপন্নহতে হবে।ঘ. চুল-দাড়িতে মার্জিত রুচির পরিচয় দিতেহবে। নিয়মিত চুল-দাড়ি কাটানোর অভ্যাসগড়ে তুলতে হবে। বড় চুল রাখারপ্রবণতা পরিহার করা ভালো। আদৌ সম্ভব নাহলে বড় চুল রাখলে তাতে শ্যাম্পু-তেলের পরিমিত ব্যবহার, চুল বেধেরাখা কিংবা যেভাবে আচড়ালে চেহারারজৌলুস ফুটে উঠে তা নিশ্চিত করতেহবে।ঙ. কথায় বলা হয়-খাওয়া নিজের রুচিতেআর পরা (পোশাক পরিধান) অন্যেররুচিতে। অর্থাৎ বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন আপনার পোশাকের বিরূপমন্তব্য করছে কিনা সেটা খেয়ালরাখতে হবে। তারা যদি ভালো বলে,তাহলে যার প্রেমে পড়তে যাচ্ছেন,কিংবা যাকে প্রেমের প্রস্তাব দেবেনভাবছেন, তাই ধরেই নেওয়া যায়, সেওঅন্তত পোশাকের তারিফ করবেন।চ. পরিমিত অলঙ্কার/প্রয়োজনীয়সামগ্রী ব্যবহার করুন। ঘড়ি, চশমা, চুড়ি,লিপস্টিক, টিপ ইত্যাদি যেন চিত্তাকর্ষকঅথচ খাপড়া না হয় সেদিকে বিশেষ দৃষ্টিদিন।ছ. এবার আপনি যাকে পছন্দ করেন, তারকাছে যান, কথা বলুন। বন্ধুত্ব গড়েতোলার চেষ্টা করুন। বাকিটা আর বলেদেওয়ার প্রয়োজন আছে কি? দেখুনআপনি প্রপোজ করার আগে ভাগ্যভালো হলে সেও আপনাকেভালোবাসার প্রস্তাব দিয়ে বসতেপারে!

Total Pageviews