শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে কিনা বলে দেবে স্মার্টফোন!

স্মার্টফোনের ব্যবহার এখন নানাবিধ।কেনাকাটা থেকে শুরু করে অর্থেরলেনদেন, সিনেমা দেখা থেকে গেমখেলা সব কাজে সাহায্য নেওয়া হচ্ছেফোনের। এবার গবেষকরা বলছেন,ক্যান্সার সনাক্ত করার ক্ষেত্রেও এখনথেকে কাজে লাগবে স্মার্টফোন।গবেষকরা জানিয়েছেন, তারাস্মার্টফোনের জন্য সহজ বহনযোগ্যএকটি ল্যাবরেটরি তৈরি করেছেন, যাসহজেই ক্যান্সার চিহ্নিত করতেপারবে। ওয়াশিংটন স্টেটইউনিভার্সিটির একদল গবেষকেরদাবি, বিভিন্ন নমুনা পরীক্ষা করেপ্রথম সারির ল্যাবের মতোই ক্যান্সারবাইয়োমার্কারকে সনাক্ত করতেপারে ওই ল্যাবরেটরি। ওই গবেষক দলআটটি চ্যানেলের স্মার্টফোনস্পেকট্রোমিটার তৈরি করেছেন, যামানুষের ইন্টারলিউকিন-6(আইএল-6)সনাক্ত করতে পারে। আর এই আইএল-6হলো মূলত ফুসফুস, প্রস্টেট, লিভার, স্তনও এপিথেলিয়াম ক্যান্সারেরবায়োমার্কার।এ ব্যাপারে মূল গবেষক ওয়াশিংটনস্টেট ইউনিভার্সিটির মেকানিক্যালঅ্যান্ড মেটারিয়ালস ইঞ্জিনিয়ারিংস্কুলের সহকারী অধ্যাপক লেই লিজানান, যে সব হাসপাতাল বাক্লিনিকে ‘অন সাইট ল্যাব’ নেই, সে সবহাসপাতাল বা ক্লিনিক ছাড়াওপ্রত্যন্ত এলাকায় তাদের তৈরিস্মার্টফোন ল্যাবরেটরি খুবই কাজেআসবে। আটটি আলাদা নমুনা একসঙ্গেপরীক্ষা করতে পারে এই প্রযুক্তি, যাসহজেই বলে দেয় ক্যান্সার আছেকিনা। আপাতত আইফোন 5 -এ এইপ্রযুক্তি ব্যবহার করছে। তবেগবেষকদের দাবি, শিগ্রী তারা এমনএক সিস্টেম তৈরি করতে চলেছেন, যাযে কোন স্মার্টফোনে ব্যবহার করাযাবে।

Total Pageviews