মূলত জিনগত বৈশিষ্ট্যের কারণেই মেয়েদের শরীর নরম
এবং পুরুষদের শরীর অনেক বেশি শক্ত হয়ে থাকে। যদিও
শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের কাজ মানুষ হিসেবে
নারী পুরুষের একই রকম তবুও হরমোনের এবং জিনগত
পার্থক্যের কারণে এগুলোর গাঠনিক বৈশিষ্ট্য কিছুটা
ভিন্ন। এছাড়া নারী পুরুষের লাইফ স্টাইলের ভিন্নতার
কারণেও ভিন্নতা লক্ষ্য করা যায়।
শরীরে টেস্টোস্টেরনের আধিক্যের কারণে পুরুষের শরীর
নারীদের তুলনায় শক্ত হয়ে থাকে। এর ফলে পেশী ফুলে
যায় এবং শরীর টানটান হয়ে থাকে।
এছাড়া পেশীতে থাকা ফাইবারের ভিন্নতার কারণেও
মেয়েদের তুলনায় পুরুষদের শরীর শক্ত হয়ে থাকে। পেশীর
গঠন কাঠামো নারী পুরুষের একই রকম থাকলেও বংশগত
বৈশিষ্ট্য এবং প্রতিদিদের দৈহিক পরিশ্রমের কারণে
ফাইবারের কম বেশি হয়ে থাকে। এই ভিন্নতার কারণেই
নারীদের শরীর নরম এবং পুরুষের শরীর শক্ত হয়ে থাকে।
ধন্যবাদ
Home »
খাদ্য ও স্বাস্থ্য
» মেয়েদের শরীর নরম আর পুরুষদের শরীর শক্ত হয় কেন?