কবর দেওয়ার পর মোনাজাত শেষ করে বসতে হয় কি না?

নবী স. কাউকে কবর দেয়ার পর কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করতেন এবং সবাইকে মৃত ব্যক্তির জন্য দোয়া, ইস্তিগফার ও দৃঢ়তার জন্য দোয়া করতে বলতেন। কেননা- দাফনের পরই কবরবাসীকে প্রশ্ন করা শুরু হয়। কবর দেয়ার পর তাই কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করা জরুরি। কবরস্থানে দাঁড়ানোটা বসার চেয়ে বাস্তবসম্মত। ধন্যবাদ

Total Pageviews