Home »
Islamic Story amp; Hadis
» কবর দেওয়ার পর মোনাজাত শেষ করে বসতে হয় কি না?
কবর দেওয়ার পর মোনাজাত শেষ করে বসতে হয় কি না?
নবী স. কাউকে কবর দেয়ার পর কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করতেন এবং সবাইকে মৃত ব্যক্তির জন্য দোয়া, ইস্তিগফার ও দৃঢ়তার জন্য দোয়া করতে বলতেন। কেননা- দাফনের পরই কবরবাসীকে প্রশ্ন করা শুরু হয়। কবর দেয়ার পর তাই কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করা জরুরি। কবরস্থানে দাঁড়ানোটা বসার চেয়ে বাস্তবসম্মত। ধন্যবাদ