রবি এবং এয়ারটেল কাস্টমাররা পরস্পর
পরস্পরের নেটওয়ার্ক এর সুবিধা
পর্যায়ক্রমে গ্রহন করতে পারবে ।এবং
২০১৭ এর আগস্ট মাস থেকে রবি এবং
এয়ারটেল ব্যাবহারকারীরার এর সম্পূর্ন
সুবিধা গ্রহন করতে পারবেন।
রবি এবং এয়ারটেল এক হওয়া উপলক্ষ্যে
বর্তমানে বিশেষ অন নেট কলরেট এবং
ডাটা অফার চলছে রবি এবং এয়ারটেল
গ্রাহকদের জন্য।
অন নেট কলরেট অফারে পাচ্ছেন ২৪ ঘন্টা
.৫ পয়সা/সেকেন্ড + (৫% সম্পূরক শুল্ক
+১৫% ভ্যাট+১% সারচার্জ) কলরেট যে
কোন রবি-রবি, রবি-এয়ারটেল, এয়ারটেল-
রবি, এয়ারটেল-এয়ারটেল নম্বরে কথা
বলার সুবিধা। সাশ্রয়ী কল ট্যারিফ
অফার টি চালু করার জন্য অনুগ্রহ করে
ডায়াল করুন *123*25# এই কোডটি। এই কল
ট্যারিফ টি F&F, Super F&F, এবং প্রিয়
নম্বর এ ব্যাবহার করতে পারবেন।
ক্যাম্পেইন চলাকালীন সময় পর্যন্ত এই
অফার টি উপভোগ করা যাবে।
এছাড়াও পাচ্ছেন, যে কোন রবি এবং
এয়ারটেল [প্রিপেইড] সংযোগ থেকে ১
জিবি ডাটা মাত্র ৩০ টাকাতে + (৫%
সম্পূরক শুল্ক+১৫% ভ্যাট+১% সারচার্জ)
যার মেয়াদ থাকবে ৩ দিনের জন্য। অফার
টি শুধুমাত্র আপনি একবার নিতে পারবেন
এবং ইন্টারনেট ডাটা ব্যাবহার করা
যাবে যে কোন সময়। অফার টি চালু করার
জন্য রবি বা এয়ারটেল সংযোগ থেকে
*123*025# এই কোড নম্বর এ ডায়াল করতে
অনুরোধ করছি। আপনার অবশিষ্ট ডাটা
ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন
*123*3*5# [রবি নম্বর থেকে] এবং
*778*18# [এয়ারটেল নম্বর থেকে]।
Home »
Mobile Oparetor Bonus Offer
» রবি + এয়ারটেল অফার – ১ জিবি ইন্টারনেট ৩০ টাকা