কিন্তু বলবোনা ফিরে আসো - রনি

শিশির ভেজা সকালের রোদ হয়ত কোন
জানালার ছোট্ট ফাকা জায়গা থেকে এসে মনে
করিয়ে দিবে তোমায়!
কিন্তু বলবোনা ফিরে আসো!
নাস্তার টেবিলে যাবার সময় হয়তবা মনে পড়বে
নাস্তা করানোর জন্য তোমার প্রচেষ্টাগুলো!
কিন্তু তবুও বলবোনা ফিরে আসো!
দুপুরে খাবারের সময় হয়তবা তোমার কথা মনে
পড়বে যেন আমি না খেলে তুমি তো খাওনি
কখন ও!
কিন্তু তবুও বলবোনা ফিরে আসো!
বিকেলবেলা খেলার মাঠে গিয়ে বসে থাকার সময়
হয়ত মনে পড়বে তোমার খুনসুটি গুলো কিংবা
বিকেল শেষে গোধুলি বেলায় বসে তোমাকে মনে
পড়বে বলেছিলে ছেড়ে যাবেনা!
কিন্তু তবুও বলবোনা ফিরে আসো!
রাত্রে খাবারের সময় হয়ত আবারো মনে পড়বে
আমার জন্য কেউ অপেক্ষা করছে! কেউ না খেয়ে
বসে থাকবে আমি না খাওয়া পর্যন্ত!
কিন্তু তবুও বলবোনা ফিরে আসো!
হয়তবা রাত গভীর হবে তোমার অপেক্ষায় দু
চোখের জলে ভিজে যাবে বালিশটা!
কিন্তু তবুও বলবোনা ফিরে আসো!
ফিরে আসো যেন লাশ হয়ে আমার কবরের
পাশে! বাচতে পারি নি একসাথে!
মরার পরও কি পারবোনা?
হয়ত পারবো!
কিন্তু তবুও বলবোনা ফিরে আসো!
কারণ তোমার নিয়তি অন্য কারো হাতে
লেখক: রনি

Total Pageviews