কোনো সাপ কি সত্যিই উড়তে পারে?

0
হ্যাঁ, কিছু সাপ উড়তে পারে বটে তবে সে ওড়া পাখির মতো নয়। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার রেইন ফরেস্টে উড়ন্ত সাপ দেখা যায়। এদের কোনো ডানা হয় না তবে ওড়ার সময় এরা পাখির মতোই বাতাসে ভেসে থাকে। বিজ্ঞানীদের মতানুসারে, 'ওড়ার আগে সাপ মাথার পেছন থেকে শুরু করে লেজ পর্যন্ত স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ চ্যাপ্টা আকার ধারণ করে। তারপর শিরাগুলোকে চক্রাকারে আবর্তিত করে মাথার সামনে ও মেরুদণ্ডের দিকে জড়ো করে। এর ফলে তার দেহের আকার দ্বিগুণ প্রশস্ত হয়ে যায় এবং চ্যাপ্টা ও ধনুকাকৃতি ধারণ করে। এভাবে আকার পরিবর্তনের মাধ্যমে সাপ ওড়ার জন্য প্রয়োজনীয় বায়ুগতিবিক শক্তি উৎপাদন করে।’ এছাড়াও গবেষকরা ধারণা করেন- দেহের আকৃতি পরিবর্তনের পাশাপাশি ওড়ার সময় সাপ নাচানাচি করে, এঁকেবেঁকে শরীরে ঢেউ তৈরি করে। তখন এসব সাপকে দেখতে বাতাসে সাঁতার কাটা কোনো প্রাণীর মতো দেখায়। এসকল উড়ন্ত সাপের বৈজ্ঞানিক নাম ক্রাইসোপিলিয়া।

Total Pageviews